অপেক্ষার অবসান! Xiaomi 14 দুর্ধর্ষ ফিচার্সের সঙ্গে মার্চের 7 তারিখে ভারতে লঞ্চ হচ্ছে

শাওমি (Xiaomi) ফেব্রুয়ারির শেষে কিছু বহু প্রতীক্ষিত ডিভাইস বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে। ব্র্যান্ডটি আগামী ২২ ফেব্রুয়ারি চীনে Xiaomi Pad 6S Pro ট্যাবলেটের সাথে Xiaomi 14 Ultra ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এছাড়াও, শাওমি আগামী সপ্তাহে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হতে চলা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে তাদের উপস্থিতি নিশ্চিত করেছে। এই ইভেন্টে চীনা ব্র্যান্ডটি গ্লোবাল মার্কেটের জন্য Xiaomi 14 সিরিজ, SUV 7 কার সহ একাধিক ডিভাইস লঞ্চের পরিকল্পনা করেছে। আর এখন, কোম্পানি আনুষ্ঠানিকভাবে ভারতীয় বাজারে Xiaomi 14 ফ্ল্যাগশিপ ফোনটির লঞ্চের তারিখটি ঘোষণা করেছে।

ভারতে ঘোষিত হল Xiaomi 14-এর লঞ্চের তারিখ

শাওমি ১৪ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪ ইভেন্টের মাধ্যমে বিশ্ববাজারে আত্মপ্রকাশের মাত্র কয়েকদিন পরেই ভারতে পা রাখতে চলেছে। কোম্পানিটি তাদের অফিসিয়াল এক্স (আগের টুইটার) হ্যান্ডেলে ঘোষণা করেছে যে, ফ্ল্যাগশিপটি আগামী ৭ মার্চ, বৃহস্পতিবার এদেশে লঞ্চ হবে। মনে করা হচ্ছে যে, শাওমি শুধুমাত্র ভারতে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টটি নিয়ে আসছে, কারণ টিজার পোস্টারে শাওমি ১৪-এর পর ‘সিরিজ’ কথাটির উল্লেখ নেই। আরও শোনা যাচ্ছে যে, ব্র্যান্ডটি চীনে উপলব্ধ শাওমি ১৪ প্রো ভ্যারিয়েন্টটি গ্লোবাল মার্কেটে আনবে না। তার বদলে, টপ-এন্ড শাওমি ১৪ আল্ট্রা ফোনটি বিশ্ববাজারের ক্রেতাদের অফার করা হবে। উল্লেখযোগ্যভাবে, শাওমি ১৪ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশনও পেয়েছে।

শাওমি ১৪-এর ভারতীয় এবং গ্লোবাল ভ্যারিয়েন্টটি চীনা সংস্করণের মতো একই স্পেসিফিকেশন অফার করবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি গত ডিসেম্বরে হোম মার্কেটে আত্মপ্রকাশ করেছে। এটি একটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ, যা বক্সি ডিজাইন, একটি প্রসারিত বর্গাকার ক্যামেরা আইল্যান্ড এবং জল ও ধুলো প্রতিরোধী আইপি৬৮ (IP68) রেটিং অফার করে। স্মার্টফোনটির সামনে ১.৫কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের এলটিপিও অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যার ৩,০০০ নিট পিক ব্রাইটনেস অফার করে।

এছাড়া, Xiaomi 14-এ Qualcomm-এর সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Gen 3 প্রসেসরটি রয়েছে। এটি ৯০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,৬১০ এমএএইচ ব্যাটারি ইউনিট বিদ্যমান। ফটোগ্রাফির জন্য, এতে তিনটি ৫০ মেগাপিক্সেলের লাইকা (Leica)-ব্র্যান্ডেড সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে।