ডুয়েল সেলফি ক্যামেরার সাথে Vivo V23 সিরিজ ভারতে আসছে, সামনে এল প্রমোশনাল টিজার

By :  techgup
Update: 2021-12-24 06:12 GMT

ভিভো ভারতের বাজারে তাদের নতুন স্মার্টফোন সিরিজ Vivo V23 -এর ওপর থেকে খুব শীঘ্রই পর্দা সরাতে চলেছে। এই সিরিজে থাকতে পারে দুটি ফোন -Vivo V23, Vivo V23 Pro। কয়েকদিন আগেই এই সিরিজের বেস মডেলটি ভারতের বিআইএস (BIS) ও মালয়েশিয়ার এসআইআরআইএম (SIRIM) -সার্টিফিকেশন সাইটগুলিতে স্পট করা হয়েছে। শোনা যাচ্ছে, আগামী বছর জানুয়ারি মাসের ৫ তারিখই ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে ভিভোর এই নতুন সিরিজটি। তার আগে Vivo V23 সিরিজের একটি টিজার ভিডিও প্রকাশ্যে এসেছে। এই বিজ্ঞাপনী ভিডিওটি থেকে নতুন সিরিজটির স্মার্টফোনগুলির ডিজাইন সম্পর্কে জানা গেছে। উল্লেখ্য, গত নভেম্বরে এই সিরিজের অধীনে Vivo V23e ফোনটি ৪জি ও ৫জি ভ্যারিয়েন্টে ভারতের বাইরে আত্মপ্রকাশ করে।

Vivo V23 সিরিজের ভিডিও টিজার প্রকাশ্যে এল

স্টার স্পোর্টস চ্যানেলে প্রো কাবাডি লিগের (Pro Kabaddi League) ম্যাচ চলাকালীন বিজ্ঞাপন বিরতির সময় ভিভো ভি২৩ সিরিজের এই প্রমোশনাল টিজারটি দেখানো হয়। টিজার থেকে ধারণা করা হচ্ছে, সিরিজের এই ফোনটি ভারতের বাজারে সানশাইন গোল্ড কালারে উপলব্ধ হতে পারে। ফোনটিতে আল্ট্রা স্লিম ডিজাইন ও কার্ভড এজ ডিসপ্লে দেখা যেতে পারে। টিজার অনুযায়ী, এই ফোনে ডিসপ্লের ওপর ওয়াইড নচের মধ্যে ডুয়েল সেলফি ক্যামেরা ইউনিট থাকতে পারে।

প্রমোশনের ভিডিওটিতে ধরা পড়েছে Vivo V23 সিরিজের স্মার্টফোনটির ব্যাক প্যানেলের ডিজাইনও। এই ফোনের ব্যাক প্যানেলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ট্রিপল ক্যামেরা ইউনিট দেখা যেতে পারে। টিজার ভিডিওতে প্রকাশ্যে আসা Vivo V23 সিরিজের স্মার্টফোনটির ডিজাইনের সাথে মিল রয়েছে এই সপ্তাহেই চীনের বাজারে পা রাখা Vivo S12 ও Vivo S12 Pro স্মার্টফোনগুলির।

জানিয়ে রাখি, সম্প্রতি V2130 মডেল নম্বর সহ Vivo V23, অর্থাৎ বেস মডেলটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS) ও স্ট্যান্ডার্ড এন্ড রিসার্চ ইনস্টিটিউট অফ মালয়েশিয়া (SIRlM) সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন লাভ করেছে। অনুমান করা হচ্ছে এই ফোনটি Vivo V23e ফোনের মতই স্পেসিফিকেশন ও ডিজাইনসহ আসবে, তবে এর ক্যামেরা এবং প্রসেসরটি তুলনামূলক উন্নত হবে।

উল্লেখ্য, ভিভোর এই নতুন সিরিজের অধীনে একটি 'Pro' ভ্যারিয়েন্টও আসবে। নতুন একটি রিপোর্টে বলা হয়েছে, Vivo V23 Pro ফোনটি Vivo S12 Pro ফোনের টুইকড ভার্সন হিসেবে বাজারে আসতে পারে। Vivo S12 Pro স্মার্টফোনটি এই সপ্তাহের গোড়াতেই চীনের বাজারে লঞ্চ হয়েছে। এই ফোনে রয়েছে ৬.৪৪ ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। সর্বাধিক ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ সহ ফোনটি বাজারে এসেছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর + ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর + ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট। আবার ফোনের সামনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল (প্রাইমারি) ও ৮ মেগাপিক্সেলের (আল্ট্রা ওয়াইড) ডুয়েল সেলফি ক্যামেরা ইউনিট। এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৩০০ এমএএইচ ব্যাটারি। নিরাপত্তার জন্য Vivo S12 Pro স্মার্টফোনটিতে উপস্থিত ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তবে মনে করা হচ্ছে, Vivo V23 Pro ফোনটি ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের বদলে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ও কালার চেঞ্জিং ব্যাক প্যানেল গ্লাস সহ আসবে।

Tags:    

Similar News