Vivo X Fold S আসছে আরও আপগ্রেড ফিচারের সাথে, থাকবে Snapdragon 8 plus Gen 1 প্রসেসর

Update: 2022-08-12 14:32 GMT

ইদানীংকালে দেখা যাচ্ছে, স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে ফোল্ডেবল ডিভাইসগুলির প্রতি আকর্ষণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন ব্র্যান্ডগুলিও তাই রকমারি ডিজাইন এবং অত্যাধুনিক প্রযুক্তির সাথে নতুন নতুন ফোল্ডেবল ফোনগুলি নিয়ে হাজির হচ্ছে। সম্প্রতি বাজারে উন্মোচিত হয়েছে Samsung Galaxy Z Fold 4, Galaxy Z Flip 4, Xiaomi Mix Fold 2 এবং Motorola Razr 2022-এর মতো ফ্ল্যাগশিপ ফোল্ডেবলগুলি। আর এই দৌড়ে পিছিয়ে নেই প্রখ্যাত টেক ব্র্যান্ড ভিভো (Vivo)-ও। সংস্থাটি তাদের ফোল্ডেবল সিরিজের পরবর্তী প্রজন্মের হ্যান্ডসেটটির ওপর কাজ করছে বলে জানা গেছে। আর এখন এক ওয়েইবো (Weibo) ইউজার দাবি করেছেন যে, Vivo X Fold-এর আপগ্রেডেড সংস্করণ হিসেবে Vivo X Fold S মডেলটি শীঘ্রই মার্কেটে আসতে পারে। প্রসঙ্গত, Vivo X Fold হল সংস্থার প্রথম ফোল্ডেবল ফোন, যা Qualcomm Snapdragon 8 Gen 1-এর সাথে গত এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল। ওয়েইবো ব্যবহারকারীর মতে, ভিভোর ফোল্ডেবল ফোনের "S" সংস্করণে আরও শক্তিশালী Snapdragon 8+ Gen 1 প্রসেসরটি ব্যবহার করা হবে। চলুন এই নতুন ভিভো ফোনটির সম্পর্কে জেনে নেওয়া যাক।

Vivo X Fold S শীঘ্রই আসছে বাজারে

এক ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) ব্যবহারকারীর পোস্ট অনুযায়ী, ভিভোর পরবর্তী ফোল্ডেবল স্মার্টফোনটি হতে পারে ভিভো এক্স ফোল্ড এস, যা বাজারে বিদ্যমান এক্স ফোল্ড-এর একটি উন্নততর সংস্করণ হিসেবে আসবে। তার সাথে এটিও দাবি করা হয়েছে যে, কোম্পানি তাদের এই আসন্ন হ্যান্ডসেটে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ ফ্ল্যাগশিপ প্রসেসরটি ব্যবহার করতে পারে। ফোনটিতে ৮০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে বলেও আশা করা হচ্ছে। এই আসন্ন ভিভো ডিভাইসটিতে ডুয়েল আন্ডার-ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতে, একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, ভিভো শীঘ্রই একটি নতুন ফোল্ডেবল স্মার্টফোন বাজারে লঞ্চ করতে পারে। আর এই হ্যান্ডসেটটি একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করবে এবং এটি ভার্টিক্যাল ফোল্ডিং ডিভাইস হতে পারে।

জানিয়ে রাখি, গত এপ্রিল মাসে Vivo X Fold ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ৮.০৩ ইঞ্চির স্যামসাং ই৫ ২কে+ (১,৯১৬x২,১৬০ পিক্সেল) প্রাইমারি ডিসপ্লে সহ লঞ্চ হয়েছিল। আবার এই ফোল্ডেবল ফোনে ফুল-এইচডি+ (১,০৮০x২,৫২০ পিক্সেল) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫৩ ইঞ্চির কভার ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন১ চিপসেট দ্বারা চালিত, যার সাথে ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ যুক্ত রয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে, Vivo X Fold-এর রিয়ার প্যানেলে অবস্থিত কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ১২ মেগাপিক্সেল পোর্ট্রেট সেন্সর এবং ৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ-স্টাইলের সুপার টেলিফটো লেন্স উপস্থিত রয়েছে। এছাড়াও, প্রাইমারি ডিসপ্লের ওপরে সেলফির জন্য একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo X Fold ৪,৬০০ এমএএইচ ডুয়েল-সেল ব্যাটারির সাথে এসেছে, যা ৬৬ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিংয়ের পাশাপাশি ৫০ ওয়াট ওয়্যারলেস ফ্ল্যাশ চার্জিংও সাপোর্ট করে।

Tags:    

Similar News