Vivo X70 Pro+ বড় ক্যামেরা সেন্সর ও দুর্দান্ত ডিসপ্লে সহ বাজারে আসছে

Update: 2021-05-22 03:25 GMT

মাস দু-তিন আগে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা Vivo, ভারতে নতুন X60 সিরিজের হ্যান্ডসেট লঞ্চ করেছে। এই ফ্ল্যাগশিপ সিরিজের অধীনে আসা Vivo X60, Vivo X60 Pro এবং Vivo X60 Pro+ ফোন তিনটির রিয়ার ক্যামেরা পারফরম্যান্স, DSLR-কে টেক্কা দেবে – লঞ্চের পরপরই এমনটাও দাবি করা হয়েছে। অত্যাধুনিক ফিচারের সাথে আসার কারণে স্মার্টফোনগুলি ইতিমধ্যেই বাজারে জনপ্রিয়তা লাভ করেছে, যার পরে চর্চা শুরু হয়েছে এগুলির উত্তরসূরী মডেল নিয়ে। রিপোর্ট বলেছে, Vivo, ইতিমধ্যেই পরবর্তী X70 সিরিজের ওপর কাজ শুরু করেছে। যদিও এই নতুন সিরিজের ফোনগুলি কবে উপলব্ধ হবে সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য মেলেনি, তবে এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল অর্থাৎ X70 Pro+ ফোনের স্পেসিফিকেশন এবং অন্যান্য কিছু বিবরণ সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে। আসুন দেখে নিই আসন্ন Vivo X70 Pro+ সম্পর্কে ঠিক কী জানা গেছে।

বর্তমানে Vivo X60 Pro+ ফোনে ৫০ মেগাপিক্সেল রেজোলিউশনের ১ ইঞ্চি/১.৩১ ইঞ্চি ক্যামেরা সেন্সর রয়েছে। এখন, বাল্ড পাণ্ডা নামক টিপস্টারের উইবো (Weibo) পোস্ট থেকে জানা গিয়েছে, Vivo-র নতুন ফ্ল্যাগশিপ ফোনটি ১ ইঞ্চি/১.২৮ ইঞ্চি পরিমাপের চেয়ে বড় ক্যামেরা সেন্সর নিয়ে আসবে। তবে ক্যামেরা সেন্সরের স্পেসিফিকেশন সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য মেলেনি। কিন্তু Vivo, X70 সিরিজের ফোনটির ক্যামেরাও Zeiss অপটিক্সের সাহায্যেই বিকশিত করবে বলে ধরে নেওয়া যায়।

ওই টিপস্টার আরো দাবি করেছে যে, ভিভো এক্স৭০ প্রো প্লাস ডিভাইসটিতে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট দেখা যাবে। এছাড়া এই ফোনটিতে বেশি ব্যাটারি ক্যাপাসিটি (৪,৫০০ এমএএইচ) এবং ৬৬ ওয়াট ফাস্ট সাপোর্ট থাকবে বলেও তিনি মনে করছেন। এক্ষেত্রে এক্স৭০ প্রো প্লাস ফোনটির ডিসপ্লের জন্য ভিভো, Samsung E4 AMOLED প্যানেল বেছে নিতে পারে। আর এমনটা হলে আশা করা যায় এটির ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সাপোর্ট থাকবে এবং এটি ফুল এইচডি+ রেজোলিউশন সহ আসবে।

আলোচ্য হ্যান্ডসেটটিতে আরো যে একটি আপগ্রেডেশন দেখা যাবে তা হল এটির স্পিকার কোয়ালিটি। বাল্ড পাণ্ডার মতে Vivo X70 Pro+ ফোনে X60 Pro+ এর মত একক স্পিকার থাকবে না, বরঞ্চ এতে ডুয়াল স্পিকার সেটআপ দেখা যেতে পারে। শুধু তাই নয়, চলতি বছরের জুনে অর্থাৎ আর এক মাসের মধ্যেই এটি বাজারে আসতে পারে বলে তাঁর দাবি। সব মিলিয়ে খুব শীঘ্রই এই ফোন সংক্রান্ত আরো তথ্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News