Vivo আগামী ৯ সেপ্টেম্বর চীনে X70 সিরিজ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের অধীনে তিনটি ফোন আসবে বলে জানা গেছে - Vivo X70, Vivo X70 Pro ও Vivo X70 Pro+। এর আগে শোনা যাচ্ছিল ফোনগুলি ১০ সেপ্টেম্বর গ্লোবাল মার্কেটে পা রাখবে। তবে রিপোর্ট অনুযায়ী, ভিভো তাদের গ্লোবাল লঞ্চ ইভেন্ট পিছিয়ে দিয়েছে এবং ফোনগুলি ১৩ সেপ্টেম্বর ভারত সহ অন্যান্য মার্কেটে লঞ্চ হতে পারে। সেক্ষেত্রে Vivo X70 সিরিজ iPhone 13 সিরিজের একদিন আগে আসবে বলে মনে হচ্ছে।
Vivo X70 সিরিজের গ্লোবাল লঞ্চ পিছিয়ে গেল
যদিও গ্লোবাল লঞ্চ ইভেন্ট কেন পিছিয়ে দেওয়া হল সে সম্পর্কে কিছু জানা যায়নি। সবে ভিভো নিশ্চিত করেছে যে এক্স৭০ সিরিজ দুটি কালারে গ্লোবাল মার্কেটে পাওয়া যাবে, যেগুলি হল- কসমিক ব্ল্যাক ও আরোরা ডন। আবার এই সিরিজে Zeiss টিউনড ক্যামেরা সেটআপ দেখা যাবে।
Vivo X70 স্পেসিফিকেশন (সম্ভাব্য)
ভিভো এক্স৭০ ফোনে ফুল-এইচডি প্লাস ৬.৫৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ৪,৩২০ এমএএইচ ব্যাটারি, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ২.৮ গিগাহার্টজ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র্যাম, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। ফটোগ্রাফির জন্য ভিভো এক্স৭০ ফোনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে।
Vivo X70 Pro স্পেসিফিকেশন (সম্ভাব্য)
ভিভো এক্স৭০ প্রো ফোনে পাওয়া যেতে পারে ৬.৫৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৩৭৬ পিক্সেল) AMOLED ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৪,৩৮০ এমএএইচ ব্যাটারি (রেটেড ক্যাপাসিটি), মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর। ভিভো এক্স৭০ প্রো ১২ জিবি পর্যন্ত র্যাম, ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসতে পারে।
Vivo X70 Pro+ স্পেসিফিকেশন (সম্ভাব্য)
TENAA লিস্টিং থেকে জানা গেছে ভিভো এক্স৭০ প্রো প্লাস ফোনটি ৬.৭৮ ইঞ্চি ১৪৪০ x ৩২০০ পিক্সেলের কোয়াড এইচডি প্লাস (QHD+) রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে প্যানেল, স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস চিপ, ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসবে। আবার ভিভো এক্স৭০ প্রো প্লাস ফোনে থাকবে ৫০ মেগাপিক্সেল Samsung GN1 সেন্সর সহ কোয়াড রিয়ার ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৪,৪৩০ এমএএইচ ব্যাটারি ও ৫৫ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট।