Vivo Y73 ভারতে আসছে ১০ জুন, তার আগেই দাম ও ফিচার জেনে নিন

Update: 2021-06-07 16:07 GMT

অবশেষে সামনে এল Vivo Y73 এর লঞ্চের তারিখ। আগামী ১০ জুন এই ফোনটি ভারতে পা রাখছে। আজ Vivo India-র তরফে একটি টুইট করে ফোনটির লঞ্চের সময় জানানো হয়েছে। প্রসঙ্গত আমরা গত সপ্তাহেই জানিয়েছিলাম যে, ভিভো ভারতে তাদের নতুন Y সিরিজের ফোন লঞ্চ করার তোড়জোড় শুরু করেছে, যার নাম ভিভো ওয়াই ৭৩। গতকাল সংস্থার ভারতীয় শাখার ডিরেক্টর নিপুন মারয়া (Nipun Marya) ফোনটির টিজার শেয়ার করেছিলেন। ফলে ফোনটি Vivo Y73 যে দ্রুত এদেশে আসছে তা নিশ্চিত ছিল।

সেইমতো আজ Vivo India জানিয়েছে, আগামী ১০ জুন দুপুর ১২ টায় ভিভো ওয়াই ৭৩ ভারতে লঞ্চ হবে। টিজার পোস্টে ফোনটিকে আয়তোকার রিয়ার ক্যামেরা সেটআপের সাথে দেখা গেছে।

https://twitter.com/Vivo_India/status/1401788838398226432

Vivo Y73 এর ভারতে দাম (সম্ভাব্য)

টিপস্টারদের কথা বিশ্বাস করলে, ভিভো ওয়াই ৭৩ ফোনের ভারতে দাম রাখা হবে ২০,৯৯৯ টাকা। এই মূল্য ফোনটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। অর্থাৎ ফোনটি মিড রেঞ্জে ভারতে আসছে।

Vivo Y73 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

আমরা কয়েকদিন আগেই ভিভো ওয়াই ৭৩ এর সম্ভাব্য স্পেসিফিকেশন আপনাদের জানিয়েছিলাম। এই ফোনে ৪০৮পিপিআই পিক্সেল ডেন্সিটি সহ ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪০০×১০৮০ পিক্সেল) AMOLED ডিসপ্লে দেখা যেতে পারে। আবার ডিসপ্লের মধ্যে পাওয়া যাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনে মালি জি৭৬ জিপিইউ সহ মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর ব্যবহার করা হবে। আবার ফোনটি ৩ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‌্যাম ফিচারের সাথে আসবে।

ফটোগ্রাফির জন্য আমরা Vivo Y73 (2021) ফোনে দেখতে পারি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি ক্যামেরা হবে এফ/১.৭ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল। এছাড়া অন্য দুটি ক্যামেরা হবে ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এদের অ্যাপারচার থাকবে এফ/২.৪। সেলফি ও ভিডিও কলের জন্য এতে পাওয়া যাবে এফ/২.০ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y73 (2021) ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ফানটাচ ওএ-এ চলবে। কানেক্টিভিটির জন্য এতে পাওয়া যাবে 4G, ডুয়েল সিম, ওয়াই-ফাই এবং ব্লুটুথ ৫.০।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News