Republic Day Sale: টিভি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনে ৫০ শতাংশ ছাড়, সস্তায় iPhone 13, OnePlus 10R

By :  SUMAN
Update: 2023-01-24 13:38 GMT

ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবসের প্রাক-লগ্নে কনজিউমার রিটেইল চেইন Vijay Sales 'Mega Republic Day' সেলের আয়োজন করেছে। এই সেল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং এটি লাইভ থাকাকালীন - স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, এন্টারটেইনমেন্ট গ্যাজেট, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সের সাথে ৭৫% পর্যন্ত ভারী ডিসকাউন্ট দেওয়া হবে। তাই আপনারা যারা উল্লেখিত ডিভাইসগুলিকে সস্তায় বাড়ি নিয়ে আসতে চান, তারা আমাদের এই প্রতিবেদন থেকে Vijay Sales ঘোষিত 'Mega Republic Day Sale' -এ উপলব্ধ কয়েকটি সেরা ডিল দেখে নিতে পারেন। যেমন ধরুন মোবাইল ক্রেতারা এই সেলের মাধ্যমে ব্যাপক ছাড়ের সাথে নিজেদের পছন্দের অ্যাপল আইফোন বা অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিনে নিতে পারবেন। আবার ট্যাবলেট এবং ল্যাপটপও দুর্দান্ত অফারের সাথে বিক্রি করা হচ্ছে সেলে, যার ফায়দা তুলতে পারলে আপনারা যথেষ্ট লাভবান হবেন৷ নিচে আলোচ্য সেলে তালিকাভুক্ত সেরা ডিলগুলি দেওয়া হল…

Vijay Sales Mega Republic Day সেলের ব্যাঙ্ক পার্টনার

বিজয় সেলস তাদের এই নয়া সেলকে HSBC, Bank of Baroda, AU এবং Yes ব্যাঙ্কের সাথে হাত মিলিয়ে নিয়ে এসেছে। ফলে উল্লেখিত চারটি ব্যাঙ্কের কার্ডধারীরা সেলে কেনাকাটা করার ক্ষেত্রে ৭,৫০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর উপলব্ধ ব্যাঙ্ক কার্ড অফারের লাভ ওঠাতে পারলে, তালিকাভুক্ত প্রোডাক্টগুলি আরো সাশ্রয়ী মূল্যে বাড়ি নিয়ে আসা যাবে।

Vijay Sales Mega Republic Day সেলে ডিলের সাথে উপলব্ধ স্মার্টফোনের তালিকা

iPhone 13 : ২০২১ সালে লঞ্চ হওয়া আইফোন ১৩ মডেলকে ডিসকাউন্ট সহ ৫৪,৯০০ টাকার প্রারম্ভিক মূল্যের সাথে সেলে বিক্রি করা হচ্ছে। এই দামের মধ্যে HDFC ব্যাঙ্কের ক্যাশব্যাক অফার অন্তর্ভুক্ত আছে। ফিচারের কথা বললে, ১৩তম প্রজন্মের আইফোনে ৬.১ ইঞ্চির (২৫৩২×১১৭০ পিক্সেল) সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে রয়েছে, যা ৪৬০ পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। এটি সংস্থার নিজস্ব ৫ এনএম প্রসেসিং নোড ভিত্তিক এ১৫ বায়োনিক (A15 Bionic) প্রসেসর এবং ফোর-কোর জিপিইউ সহ এসেছে। ডিভাইসটি আইওএস ১৫ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। ছবি তোলার জন্য উক্ত মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল - ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আবার ডিভাইসের সামনে স্মার্ট HDR টেকনোলজির সাথে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। আইফোন ১৩ -এ ৩,২৪০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ম্যাগসেফ (MagSafe) ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

প্রসঙ্গত বিজয় সেলস, অ্যাপল কেয়ার+ (Apple Care+) স্কিমের সাথে ফ্ল্যাট ২০% ছাড় দিচ্ছে। এই অফারটি - অন্যান্য প্রজন্মের আইফোন, ম্যাকবুক, আইপ্যাড, এয়ারপড এবং অ্যাপিল ওয়াচের সাথেও উপলব্ধ।

OnePlus 10R : ওয়ানপ্লাস ১০আর ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে সেল থেকে ৩৮,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ৩২,৯৯৯ টাকায় কেনা যাবে। বিশেষত্ব হিসাবে - ওয়ানপ্লাস ১০আর ফোনে ২.৫ডি কার্ভড কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন সহ ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪১২ পিক্সেল) AMOLED ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২০:৯ এসপেক্ট রেশিও, ১০০০ নিট পিক ব্রাইটনেস, ৭২০ হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট অফার করে। পারফরম্যান্সের জন্য এতে সংস্থার নিজস্ব গ্রাফিক্স চিপ এবং অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ম্যাক্স প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ কাস্টম স্কিনে রান করে। ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, এই ৫জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এগুলি হল - ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল Sony IMX355 আল্ট্রা-ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল GC02M1 ম্যাক্রো সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকছে ১৬ মেগাপিক্সেলের Samsung ISOCELL S5K3P9SP ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। আর সিকিউরিটি ফিচার হিসাবে এতে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বিদ্যমান।

Vijay Sales Mega Republic Day সেলে ট্যাবলেটের উপর অফার

Samsung Galaxy Tab A7 Lite : স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট ট্যাবলেটের ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ অপশনকে মেগা রিপাবলিক ডে সেলে মাত্র ৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। স্লিম মেটাল বডি ডিজাইনের সাথে আসা এই স্যামসাং ট্যাবে ৮.৭ ইঞ্চির এইচডি ইমারসিভ TFT LCD ডিসপ্লে রয়েছে। উন্নত পারফরম্যান্সের জন্য এটি মিডিয়াটেক হেলিও পি২২ প্রসেসর সহ এসেছে। ছবি তোলার জন্য ডিভাইসে ৮ মেগাপিক্সেল রিয়ার এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে ডলবি অ্যাটমস সমর্থিত স্টেরিও স্পিকার সিস্টেম মিলবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য ৩৭১ ওজনের এই ট্যাবলেটে ৫,১০০ এমএএইচ ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি ব্যবহার করে হয়েছে, যা ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

Vijay Sales Mega Republic Day সেলে ল্যাপটপের উপর অফার

HP 15S-EQ1559AU : এইচপি আনীত এই ল্যাপটপের ৮ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি ইন্টারনেট স্টোরেজ বিকল্প ডিসকাউন্ট সহ মাত্র ৩২,৯৯৯ টাকায় উপলব্ধ সেলে। 'স্লিম অ্যান্ড লাইট' ডিজাইনের এই ল্যাপটপে ১৫.৬-ইঞ্চির (১৩৬৬x৭৬৮ পিক্সেল) LCD ডিসপ্লে দেখা যাবে। পারফরম্যান্সের জন্য এতে এএমডি এথলেন সিলভার ৩০৫০ইউ মোবাইল প্রসেসর সমন্বিত। আর ডিভাইসটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল থাকছে - ব্লুটুথ ৪.২, ওয়াই-ফাই, ১টি এইচডিএমআই ১৪বি পোর্ট, ১টি এসডি কার্ড রিডার স্লট, ১টি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ১টি ৩.৫ মিমি হেডফোন জ্যাক স্লট।

উল্লেখিত স্মার্টফোন, ট্যাবলেট এবং ল্যাপটপ মডেলগুলি ছাড়াও একাধিক সেগমেন্টের প্রোডাক্ট বিজয় সেলসের মেগা রিপাবলিক ডে সেলে ভারী ডিসকাউন্ট সহ তালিকাভুক্ত। যেমন - রেফ্রিজারেটরের দাম শুরু হচ্ছে ১০,৪৯০ টাকা থেকে। এয়ার কন্ডিশনার পাওয়া যাচ্ছে নূন্যতম ২৬,৯৯০ টাকায়। ওয়াশিং মেশিনের সাথে ৫০% পর্যন্ত ছাড় প্রযোজ্য থাকছে। স্মার্ট টেলিভিশন সেটের প্রারম্ভিক মূল্য ১১,৪৯০ টাকা রাখা হয়েছে। অন্যদিকে কিচেন অ্যাপ্লায়েন্স সেগমেন্টে, এয়ার ফ্রাইয়ার এবং মাইক্রোওয়েভ ওভেনের দাম ৪,৪৯৯ টাকা থেকে শুরু হচ্ছে৷ ইলেক্ট্রিক কেটলি এবং কফি মেকার কিনতে খসাতে হবে নূন্যতম ৬৯৯ টাকা৷ ব্লেন্ডার, মিক্সার এবং জুসারের সাথে অবিশ্বাস্য ৪৯% ছাড় দেওয়া হচ্ছে৷ ওয়াটার পিউরিফায়ার ৪০% পর্যন্ত ছাড়ের সাথে সেলে পাওয়া যাচ্ছে। আর ক্রেতারা স্যান্ডউইচ মেকার এবং পপ আপ টোস্টারের মতো প্রোডাক্টকে ৫০% পর্যন্ত ছাড়ের সাথে কিনে নিতে পারবেন।

Tags:    

Similar News