SIM Card: সিম কার্ডের একটা কোণ কেন কাটা থাকে? না জানলে জেনে নিন কারণ

By :  techgup
Update: 2022-05-23 14:07 GMT

অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় নির্মিত মানুষের এক অত্যাশ্চর্য আবিষ্কার হল মোবাইল ফোন। আগে ঘর থেকে একবার বেরিয়ে গেলেই মানুষের সঙ্গে যোগাযোগ করা ছিল এক দুরূহ ব্যাপার, কিন্তু এখন সকলের হাতে হাতে এসে গিয়েছে মোবাইল যার ফলে যখন খুশি চাইলেই যে কারোর সঙ্গে যোগাযোগ করা অতি অনায়াসে সম্ভব হচ্ছে। আর এই কাজে ইউজারদেরকে সাহায্য করতে মোবাইল তবে ফোনের যে অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার নাম হল সিম কার্ড (SIM Card)। মোবাইল ফোন এবং সিম কার্ড হল একে অপরের পরিপূরক, একটি ছাড়া অন্যটির অস্তিত্বের কোনো মূল্যই নেই। আর বর্তমান সময়ে যত দিন যাচ্ছে, মানুষ তত বেশি ইন্টারনেটের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। তাই এখন আর শুধু ফোন করার জন্যই নয়, বরঞ্চ ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেই বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে সিম কার্ড।

দিন-কে-দিন অত্যাধুনিক প্রযুক্তিকে অবলম্বন করে মানুষের জীবনযাত্রা আরও বেশি উন্নত হয়ে উঠছে। আর তাই আগেকার ফিচার ফোনকে ছাপিয়ে গিয়ে এখন মার্কেটে জাঁকিয়ে বসেছে স্মার্টফোন, যাতে বিভিন্ন সাইজের সিম কার্ডের (যেমন - মাইক্রো, ন্যানো) দেখা মেলে। তবে সবাই এটি ব্যবহার করলেও কেউ কি লক্ষ্য করে দেখেছেন যে সিম কার্ডের একটা কোণ একটু কাটা থাকে? আর যদিও বা নজরে এসে থাকে, তাহলেও কেন কাটা রয়েছে সে সম্পর্কে কারোর মনে কখনও কোনো প্রশ্ন এসেছে কি? সত্যি কথা বলতে গেলে, সিম কার্ডের একটা কোণ কেন কাটা থাকে, তার কারণ হয়তো আমরা অনেকেই জানি না। আপনি কি জানেন? এর উত্তর যদি না হয়, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

সিম কার্ড তৈরির ইতিহাস

আপনাদেরকে জানিয়ে রাখি যে, ১৯৯১ সালে প্রথম সিম কার্ড তৈরি করে একটি জার্মান কোম্পানি, যার নাম জিসেকে অ্যান্ড ডেভ্রিয়েন্ট, সংক্ষেপে জিঅ্যান্ডডি (Giesecke & Devrient)। প্রথমদিকের সেই সিম কার্ডগুলির আকার এখনকার তুলনায় কিছুটা বড়ো ছিল। উল্লেখ্য যে, এখনকার সিম কার্ডগুলিকে কোনো ডিভাইস থেকে আলাদা করে অন্য যে-কোনো ডিভাইসে পুনরায় ইনস্টল করা যেতে পারে। কিন্তু একদম শুরুর দিকে মোবাইল ফোনে নন-রিমুভাল সিম ব্যবহার করা হত, অর্থাৎ সিম কার্ড ছিল হ্যান্ডসেটের একটি অবিচ্ছেদ্য অংশ। আস্তে আস্তে টেকনোলজির উন্নতির ফলে নতুন সিম কার্ড আসতে লাগলো বাজারে, আর এর ফলে আলাদাভাবে সিম কার্ড বিক্রি হওয়াও শুরু হল।

কিন্তু সমস্যাটা দেখা দিল আবার অন্য জায়গায়, কেননা তখন সিম কার্ড এবং তার স্লটটি কোনো কাট ছাড়াই আসত। এমত পরিস্থিতিতে সিম কার্ড লাগাতে গিয়ে অনেক সময় বেশ সমস্যায় পড়তে হত ইউজারদেরকে, কেননা সিম কার্ড ইনসার্ট করার সময় তারা বুঝতেই পারতেন না যে কার্ডের কোন সাইডটি কোন দিকে থাকবে। ফলে ফোনে সিমটি সোজা লাগাচ্ছেন নাকি উল্টো, সেটা বুঝে উঠতে বেশ বিভ্রান্ত হয়ে যেতেন ব্যবহারকারীরা। এই সমস্যাটি নজরে আসে টেলিকম সংস্থাগুলির, আর তারপরেই মুশকিল আসান করতে এক নতুন উপায় আবিষ্কার করেন তারা।

ইউজারদের সুবিধার্থে সিম কার্ডের ডিজাইন বদলে ফেলার সিদ্ধান্ত নেয় টেলিকম কোম্পানিগুলি। আর এই কারণেই সিম কার্ডের একটি কোণ কেটে দেওয়া হয়। তারপর সেই অনুযায়ী সিম কার্ড স্লটটিকেও পরিবর্তন করা হয়। সেক্ষেত্রে সিম কার্ডের এক কোণে কাটা থাকার পাশাপাশি সিম কার্ড ট্রে-এর ডিজাইনেও একদিক কেটে দেওয়া হয়। এর পর থেকে কাট মার্কের সুবাদে কাউকেই আর সিম কার্ড ইনসার্ট করার সময় কোনো অসুবিধায় পড়তে হয়নি। ভাবুন তো, ছোট্ট একটা কাজ করেই কত সহজে বহু সংখ্যক ইউজারের সমস্যার সমাধান করে ফেলা গেল! এই পরিবর্তনের পর থেকে সমস্ত স্মার্টফোন কোম্পানিগুলি যথাযথভাবে সিম ট্রে-টিকে ডিজাইন করে বাজারে ফোন লঞ্চ করে যাতে ইউজারদের সিম কার্ড ইনসার্ট করতে আর কোনো অসুবিধা না হয়, আর সেই ধারা এখনও অব্যাহত রয়েছে।

Tags:    

Similar News