Xiaomi-এর এই স্মার্টফোনে নতুন অ্যান্ড্রয়েড আপডেট এল, আগামীতে আরও দু'টি মেজর সিস্টেম আপগ্রেড পাবে

By :  ANKITA
Update: 2022-02-21 13:59 GMT

Xiaomi 11T Pro বর্তমানে শাওমির সবচেয়ে প্রিমিয়াম ফোনগুলির মধ্যে অন্যতম৷ এতে Snapdragon 888 হাই-এন্ড প্রসেসর, ১০৮ মেগাপিক্সেল Samsung HM2 ক্যামেরা, এবং ১২০ ওয়াট কুইক চার্জিং প্রযুক্তির মতো নানা আকর্ষণীয় ফিচার বর্তমান৷ এবার স্মার্টফোনটি হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যারের ক্ষেত্রেও ধারালো করতে Android 12 নির্ভর MIUI 13 অফিসিয়ালি রিলিজ করল শাওমি৷

Xiaomi 11T Pro হ্যান্ডসেটে Android 12 নির্ভর MIUI 13 আপডেট V13.0.1.0.SKDMIXM বিল্ড নম্বরের সাথে এসেছে৷ এতে জানুয়ারির সিকিউরিটি প্যাচও বান্ডেল করা হয়েছে৷ Xiaomi 11T Pro-র গ্লোবাল ভ্যারিয়েন্টের ব্যবহারকারীরা নতুন আপডেটটি ইন্সটল করতে পারবেন৷ তবে সেটি এখন শুধুমাত্র শাওমির বিটা টেস্টারদের কাছে উপলব্ধ৷

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে Xiaomi 11T-এর সাথে 11T Pro গ্লোবাল মার্কেটে পা রেখেছিল৷ সেই সময় এতে Android 11 নির্ভর MIUI 12.5 প্রি-ইন্সটলড ছিল৷ তবে গ্রাহকদের উদ্দেশ্যে শাওমি জানায়, ডিভাইসগুলি তিনটি মেজর অ্যান্ড্রয়েড সিস্টেম আপডেট এবং চার বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে৷ অর্থাৎ Xiaomi 11T Pro মডেলে আগামীতে Android 13 এবং Android 14 আপডেটেও ঢুকবে৷

প্রসঙ্গত, এই প্রথম শাওমি তাদের ফ্ল্যাগশিপ ফোনে দীর্ঘমেয়াদি সফটওয়্যার আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে৷ যা অত্যন্ত জরুরি৷ কারণ সময়মতো আপডেট পেলে ব্যবহারকারীরা তাদের ফোন পরিবর্তনে ততটা আগ্রহী হবে না৷

Tags:    

Similar News