Xiaomi 12, Xiaomi 13 সিরিজের অধীনে আসছে একগুচ্ছ স্মার্টফোন, থাকতে পারে ১২ জিবি র্যাম
Xiaomi আগামী জুলাই মাসে Xiaomi 12 Ultra স্মার্টফোনের পাশাপাশি Mi Band 7 Pro স্মার্টওয়াচও লঞ্চ করার পরিকল্পনা করছে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। যার মধ্যে আসন্ন স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ চিপসেট থাকতে পারে। এছাড়াও সংস্থাটি একগুচ্ছ নতুন হ্যান্ডসেট উন্মোচন করতে চলেছে। এক টিপস্টার দাবি করেছেন যে, বেইজিং ভিত্তিক টেক জায়ান্টটি তাদের Xiaomi 12 সিরিজের অধীনে 'Ultra' মডেল ছাড়াও Xiaomi 12S, Xiaomi 12S Pro এবং Xiaomi 12S Dimensity Edition স্মার্টফোন আনতে পারে। একই সাথে, Xiaomi 13 এবং Xiaomi 13 Pro মডেল দুটিও এই বছরের নভেম্বরেই বিশ্ববাজারে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।
Xiaomi 12 ও Xiaomi 13 সিরিজের অধীনে একগুচ্ছ নতুন স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে Xiaomi
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন সম্প্রতি চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo) -তে জানিয়েছেন যে, আসন্ন শাওমি ১৩ (Xiaomi 13) এবং শাওমি ১৩ প্রো (Xiaomi 13 Pro) 'নেক্সট জেনারেশন' কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট সহ আসতে পারে। এছাড়া, হ্যান্ডসেট দুটি সম্ভবত অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে এবং একটি ২কে (2K) ডিসপ্লে প্যানেল উপস্থিত থাকতে পারে এগুলিতে। প্রসঙ্গত, টিপস্টার আরো জানিয়েছেন যে, সম্প্রতি IMEI ডেটাবেসে 221113C, 2210132C, 2211133G, এবং 2210132G মডেল নম্বর সহ উক্ত ফোনগুলিকে দেখা গেছে। মডেল নম্বরের মধ্যে থাকা 'C' এবং 'G' এর বৈষম্য হয়তো চীন ও গ্লোবাল মার্কেটের জন্য দুটি স্বতন্ত্র মডেল নিয়ে আসার ইঙ্গিত দিচ্ছে। যাইহোক, শাওমি ১৩ এবং ১৩ প্রো স্মার্টফোন-দ্বয় নভেম্বর মাসে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আরেকটি বিশেষ তথ্যও ফাঁস করেছেন। তার বিবৃতি অনুসারে, L1, L3S, L2S, এবং L2M কোড নামের চারটি নতুন শাওমি স্মার্টফোন শীঘ্রই চীনে চালু হতে পারে। এই ডিভাইসগুলি - 2203121C, 2206123SC, 2206122SC, এবং 2207122MC মডেল নম্বর সহ চীনের একাধিক সাইটের ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। যার মধ্যে, L1, L2S, এবং L3S মডেলগুলি যথাক্রমে - শাওমি ১২ আল্ট্রা (Xiaomi 12 Ultra), শাওমি ১২এস (Xiaomi 12S), এবং শাওমি ১২এস প্রো (Xiaomi 12S Pro) হতে পারে বলে আশা করা হচ্ছে। এই তিনটি হ্যান্ডসেটই স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসরের সাথে আসতে পারে। আর এগুলিতে, ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজ থাকার কথাও উল্লেখ করা হয়েছে পোস্টে।
অন্যদিকে, L2M কোড নামের সাথে আসা মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর সহ শাওমি ১২ ডাইমেনসিটি এডিশন (Xioami 12 Dimensity Edition) হতে পারে বলে মনে করা হচ্ছে। টিপস্টারের দাবি অনুসারে, এটি শাওমি ১২ সিরিজের সর্বাধিক সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট হিসেবে লঞ্চ হতে চলেছে।