সুখবর, Redmi Note 11 Pro, Xiaomi 11i 5G সহ একাধিক ফোনে বিনামূল্যে পাওয়া যাবে YouTube Premium সাবস্ক্রিপশন
আজ অর্থাৎ ৭ই জুন, Xiaomi তাদের কয়েকটি নির্বাচিত স্মার্টফোনের জন্য একটি বিশেষ অফার ঘোষণা করলো। আজ সংস্থার তরফে জানানো হয়েছে যে, Xiaomi 12 Pro 5G, Xiaomi 11i Hypercharge 5G, Xiaomi 11i 5G, এবং Xiaomi 11T Pro স্মার্টফোন চারটির সাথে তিন মাস Youtube Premium প্যাকেজের ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে। আবার Redmi Note 11 Pro+, Redmi Note 11 Pro, Redmi Note 11T স্মার্টফোন এবং Xiaomi Pad 5 ট্যাবলেট ব্যবহারকারীরাও সদ্য লাইভ হওয়া এই অফারের অধীনে Youtube Premium -এর দু'মাসের বিনামূল্যের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। এই অফারটিকে নিয়ে আসার জন্য Xiaomi, আমেরিকা ভিত্তিক ভিডিও শেয়ারিং সাইট YouTube -এর সাথে অংশীদারিত্ব করেছে। সংস্থাটি বলেছে, এলিজেবল ডিভাইস ব্যবহারকারীরা ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত অতিরিক্ত অর্থ প্রদান না করেই Youtube অ্যাপে এই পরিষেবাটি সক্রিয় করতে পারবেন।
Youtube এর সাথে অংশীদারিত্বের নির্বাচিত কয়েকটি স্মার্টফোনের জন্য একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করলো Xiaomi
আজ টুইটারে একটি পোস্ট শেয়ার করে শাওমি, ইউটিউব কর্তৃপক্ষের সাথে হাত মিলিয়ে তাদের কয়েকটি নির্বাচিত স্মার্টফোন ও ট্যাবলেট ডিভাইসের জন্য 'ইউটিউব প্রিমিয়াম' প্যাকেজের বিনামূল্যের সাবস্ক্রিপশন অফার করার কথা ঘোষণা করেছে। এই প্রমোশনাল অফারটি ২০২৩ সালের ৩১শে জানুয়ারী পর্যন্ত লাইভ থাকবে। যদিও, গ্রাহকেরা আগামী বছরের ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত এই অফারের সুবিধা রিডিম করতে পারবেন বলে স্মার্টফোন নির্মাতা সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এক্ষেত্রে শাওমি ১২ প্রো ৫জি (Xiaomi 12 Pro 5G), শাওমি ১১আই হাইপারচার্জ ৫জি (Xiaomi 11i Hypercharge 5G), শাওমি ১১আই ৫জি (Xiaomi 11i 5G) এবং শাওমি ১১টি প্রো (Xiaomi 11T Pro) স্মার্টফোনকে এই অফারের অধীনে তালিকাভুক্ত করা হয়েছে। তবে উল্লেখিত মডেলগুলি ছাড়াও, এই 'প্রমোশনাল' অফার পিরিয়ড চলাকালীন অন্যান্য যেসকল শাওমি ব্র্যান্ডিংয়ের স্মার্টফোন লঞ্চ এবং সক্রিয় হবে, সেগুলির ক্ষেত্রেও গ্রাহকেরা ইউটিউব প্রিমিয়াম প্যাকেজের ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবেন পুরো তিন মাসের জন্য৷
পাশাপাশি রেডমি নোট ১১ প্রো+ (Redmi Note 11 Pro+), রেডমি নোট ১১ প্রো (Redmi Note 11 Pro), রেডমি নোট ১১টি (Redmi Note 11T), রেডমি নোট ১১ (Redmi Note 11), রেডমি নোট ১১এস (Redmi Note 11S) এবং শাওমি প্যাড ৫ (Xiaomi Pad 5) ব্যবহারকারীদেরও, ইউটিউব প্রিমিয়াম পরিষেবার দুই মাসের সাবস্ক্রিপশন বিনামূল্যে অফার করা হবে।
আপনি যদি উল্লেখিত ট্যাবলেট বা স্মার্টফোনগুলির মধ্যে কোনো একটি ব্যবহার করে থাকেন, তাহলে উক্ত অফারটি সক্রিয় করার জন্য প্রথমেই আপনাকে ইউটিউব অ্যাপে চলে যেতে হবে। তারপর সেখানে দেওয়া অন-স্ক্রীন নির্দেশাবলী অনুসরণ করে বিনামূল্যে ইউটিউব প্রিমিয়ামের অ্যাক্সেস হস্তগত করে নিতে পারবেন।
শাওমির এই অফারটি রিডিম করার পূর্বে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত করিয়ে দিই যে, এই প্রমোশনাল অফারটি শুধুমাত্র সেসকল ব্যবহারকারীদের জন্যই উপলব্ধ করা হয়েছে, যারা অতীতে - YouTube Premium, YouTube Music Premium, YouTube Red, বা Google Play Music -এর ট্রায়াল কেনেননি বা অ্যাক্সেস করেননি। তদুপরি উক্ত অফারটির মেয়াদ শেষ হয়ে গেলে ব্যবহারকারীদের 'অ্যাডভার্টাইজমেন্ট' বিহীন এই পরিষেবাটি ব্যবহার জন্য প্রতি মাসে ১২৯ চার্জ করা হবে। আবার আপনারা চাইলে পরবর্তী সময়ে এই সাবস্ক্রিপশন বাতিলও করে দিতে পারবেন।
জানিয়ে রাখি, প্রিমিয়াম প্যাকেজের অধীনে - অফলাইনে কন্টেন্ট দেখার পাশাপাশি বিজ্ঞাপন-মুক্ত স্ট্রিমিং অফার করে থাকে অনলাইন ভিডিও শেয়ারিং অ্যাপ ইউটিউব। সর্বোপরি, ইউটিউব প্রিমিয়াম ব্যবহারকারীরা ডিভাইসের ব্যাকগ্রাউন্ডে তাদের পছন্দের কন্টেন্টও চলমান রাখতে পারেন। ফলে দেখতে গেলে, শাওমি ডিভাইসের সাথে অফার করা এই বিনামূল্যের পরিষেবা যথেষ্টই লাভজনক।