Leica ক্যামেরা সহ Xiaomi 12S সিরিজ লঞ্চ হচ্ছে আগামী সপ্তাহে, জেনে নিন আগমনের তারিখ
বেশ কিছু মাস ধরেই জল্পনা চলছে যে, শাওমি (Xiaomi) গতবছর লঞ্চ হওয়া Xiaomi 12 সিরিজের নতুন সংযোজন হিসেবে 12S লাইনআপটি লঞ্চ করার পরিকল্পনা করছে। সম্প্রতি সংস্থাটি তাদের এই আসন্ন ফ্ল্যাগশিপ সিরিজের জন্য জার্মানির বিখ্যাত ক্যামেরা সেন্সর প্রস্তুতকারী কোম্পানি লাইকা (Leica)-এর সাথে পার্টনারশিপ করার বিষয়টি ঘোষণা করেছে এবং আশা করা হচ্ছে, আগামী মাসেই বহুল প্রত্যাশিত Xiaomi 12S সিরিজটি বাজারে লঞ্চ হবে। যদিও এখনও ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে এই লাইনআপের লঞ্চের তারিখটি ঘোষণা করেনি, তবে চীনের অফলাইন ইলেকট্রনিক্স রিটেইলারদের সাম্প্রতিক রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, Xiaomi 12S সিরিজটি আগামী ৫ জুলাইয়ের মধ্যেই বাজারে আত্মপ্রকাশ করতে পারে।
Xiaomi 12S বাজারে আসছে আগামী মাসে
চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-এর ইউজার, নিউওয়ান টেকনোলজি (Niuwan Technology) সম্প্রতি তাদের টাইমলাইনে শেয়ার করেছে যে, চীনের বেশ কয়েকটি অফলাইন খুচরো বিক্রেতারা সংস্থার কাছ থেকে আসন্ন শাওমি ১২এস সিরিজের বিপণন সামগ্রী এবং ডিভাইসগুলি গ্রহণ করা শুরু করেছে, যার মধ্যে স্ট্যান্ডার্ড শাওমি ১২এস, শাওমি ১২এস প্রো এবং শাওমি ১২এস আল্ট্রা- এই তিনটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে।
এবার আকর্ষণীয় বিষয়টি হল, শাওমির আরেক বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন শাওমি ১২ আল্ট্রা আসলে শাওমি ১২এস আল্ট্রা নামে বাজারে আসবে বলে জানা গেছে। ওয়েইবো পোস্টে অ্যাটাচ করা পার্সেলের ছবিটিতে দেখা গেছে যে, সরবরাহ করা ডিভাইসটির নাম শাওমি ১২এস আল্ট্রা এবং এর সাথে সংস্থার থেকে একটি আর্লি বার্ড প্রিমিয়াম গিফট বক্স সেটও পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, এর আগেই সূত্র মারফৎ জানা গেছে যে, এই তিনটি মডেল শাওমির প্রথম ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপের পাশাপাশি কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসরের সাথে আসবে। Xiaomi 12S ফ্ল্যাগশিপ লাইনআপের সবকটি ডিভাইসের ক্যামেরা সেটআপের জন্যই সংস্থাটি লাইকা (Leica)-এর সাথে যৌথভাবে কাজ করেছে।
এছাড়া, নিউওয়ান টেকনোলজি তাদের ওয়েইবো পোস্টে Xiaomi 12S সিরিজের লঞ্চের জন্য বিপণন সামগ্রী এবং আমন্ত্রণপত্রের ছবিগুলিও প্রদর্শন করেছে এবং এগুলিতে স্মার্টফোন ফটোগ্রাফির নতুন যুগের সূচনার ইঙ্গিত হিসেবে শাওমি এবং লাইকার পার্টনারশিপকে হাইলাইট করা হয়েছে৷ লাইকার চেয়ারম্যান, অ্যান্ড্রেয়াস কফম্যান (Andreas Kaufmann) এবং শাওমির চিফ এক্সিকিউটিভ অফিসার লেই জুন (Lei Jun)-এর স্বাক্ষর সহ সমস্ত কার্ডগুলি ছাপা হয়েছে৷ সংস্থাটি এবার Xiaomi 12S সিরিজের জন্য প্রিন্টেড মার্কেটিংয়ে আরও বেশি অর্থ খরচ করেছে বলে অনুমান করা হচ্ছে, কারণ ছবিতে দেখতে পাওয়া বক্সের মধ্যে ইনভিটেশন কার্ডের পরিমাণ অনেকটাই বেশি। আশা করা যায়, শাওমি চলতি সপ্তাহেই Xiaomi 12S সিরিজের লঞ্চ ইভেন্টের তারিখটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।