ভারতে Mi ও Redmi স্মার্ট টিভির দাম বাড়াল Xiaomi, জানুন এখন অতিরিক্ত কত খসাতে হবে

By :  SUPARNAMAN
Update: 2021-07-02 12:27 GMT

Xiaomi, Mi এবং Redmi সংস্থাদ্বয়ের ব্র্যান্ডনেম যুক্ত স্মার্ট টেলিভিশনের দাম বাড়াতে চলেছে। অর্থাৎ এবার থেকে নতুন স্মার্ট টিভি কেনার জন্য উভয় ব্র্যান্ডের খরিদ্দারকেই অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে। গতকাল থেকেই সংস্থাদ্বয় তাদের বিভিন্ন দামের স্মার্ট টিভির উপরে এই বর্ধিত মূল্য লাগু করেছে। এর ফলে স্মার্ট টেলিভিশনের আলাদা আলাদা মডেলের ক্ষেত্রে ৩ থেকে ৬ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধি ঘটতে পারে বলে শাওমি'র তরফে জানানো হয়েছে। কিন্তু হঠাৎ কেন এই দাম বৃদ্ধি? আসুন পুরো ব্যাপারটি সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক।

Mi এবং Redmi-র Smart TV-র দাম বাড়ছে

মূল্যবৃদ্ধির পক্ষে কথা বলতে গিয়ে শাওমি জানিয়েছে যে, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত যোগান না থাকার কারণেই তাদের বাধ্য হয়ে পণ্যের দাম বাড়াতে হয়েছে। তাছাড়া স্মার্টফোন, স্মার্ট টেলিভিশন বা অন্যান্য যে কোন ধরনের বৈদ্যুতিন সরঞ্জাম প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদানের দাম বর্তমানে উর্ধ্বমুখী। সেই কারণেও শাওমিকে দাম বাড়ানোর পথে হাঁটতে হয়েছে বলে বাণিজ্যিক মহলের দাবী।

বিভিন্ন ইলেক্ট্রনিক দ্রব্য তৈরীর জন্য ব্যবহৃত উপাদানের মধ্যে রয়েছে - চিপসেট, ডিসপ্লে প্যানেল, ডিসপ্লে ড্রাইভার, ব্যাক প্যানেল, ব্যাটারি প্রভৃতি। এই সমস্ত উপাদানের দাম বেড়ে যাওয়ার ফলে টেলিভিশনের পাশাপাশি স্মার্টফোনের মূল্যেও হেরফের ঘটা অস্বাভাবিক নয়। দৃষ্টান্ত হিসেবে সম্প্রতি Redmi Note 10 স্মার্টফোনের দাম বাড়ার কথা বলতে পারি।

শাওমি'র একজন আধিকারিকের কথায় - " গত এক বছর ধরে আমরা চাহিদা অনুযায়ী যোগানের বন্দোবস্ত করে উঠতে পারছিৎনা। আমাদের বিভিন্ন সাপ্লাই চেনগুলির দুর্বলতাই এজন্য দায়ী। এর ফলে আমাদের নিয়মিতভাবে স্মার্টফোন, স্মার্ট টেলিভিশন সহ অন্যান্য পণ্যের দাম বাড়াতে হচ্ছে।"

শুধু তাই নয়, মূল্য বৃদ্ধির পাশাপাশি এবার পণ্য সরবরাহ বা বন্টনের মূল্যেও পরিবর্তন আসতে পারে বলে জানা গিয়েছে। একথা শুধুমাত্র শাওমি (Xiaomi) বা রেডমি'রৎ(Redmi) মতো সংস্থার ক্ষেত্রেই প্রযোজ্য নয়। বরং পণ্য আমদানির জন্য অতিরিক্ত সরবরাহ মূল্য এবং কর প্রদানের কারণে প্রযুক্তি সংক্রান্ত পণ্য নির্মাতারা শিপিং চার্জ বাড়ানোর পক্ষে সওয়াল করছেন।

তাই সব মিলিয়েই বলা যায় যে বৈদ্যুতিক সরঞ্জাম কেনাকাটা করতে গেলে এবার থেকে অর্থ সাশ্রয়ের সব আশা ত্যাগ করতে হবে! কেবলমাত্র শাওমি তাদের আলাদা আলাদা মডেলের প্রায় ১০টি স্মার্ট টিভির দাম বাড়াতে চলেছে। কোন মডেলের দাম কতটা বাড়বে সেই বিষয়ে সংস্থার পক্ষ থেকে স্পষ্ট করে কিছু না জানানো হলেও আমাদের অনুমান সকলক্ষেত্রেই অন্তত ৫০০-২০০০ টাকা পর্যন্ত মূল্যবৃদ্ধি ঘটার সম্ভাবনা আছে।

উল্লেখ্য, ভারতের বাজারে Xiaomi Mi Smart TV -এর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে আরো সাশ্রয়ী মূল্যের Redmi TV -এর আগমনের ফলে এই জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেয়েছে। Redmi টেলিভিশনের পাশাপাশি সংস্থার পক্ষ থেকে সম্প্রতি প্রিমিয়াম তালিকাভুক্ত Mi QLED TV 75 প্রোডাক্টটিকে প্রকাশ্যে আনা হয় যা বর্তমানে এদেশে সংস্থার সবথেকে বেশী মূল্যের টেলিভিশন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News