OnePlus, Vivo-দের টেক্কা দিতে Leica-র ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করতে পারে Xiaomi
বর্তমান সময়ে প্রায় প্রতিটি স্মার্টফোন কোম্পানি নিজের ফোনের ক্যামেরা পারফরম্যান্সের দিকে নজর দিচ্ছে। আর এই বিষয়ে চীনা কোম্পানি Xiaomi-র নাম অনেকাংশেই এগিয়ে থাকে। তবে যেখানে বাজারে OnePlus, Vivo এবং Huawei-এর মত ব্র্যান্ড ক্যামেরা পারফরম্যান্স উন্নত করার জন্য Hasselblad, Zeiss বা Leica-র মত অপটিক্স নির্মাতার সাথে হাত মেলাচ্ছে, সেখানে Xiaomi কারো সাথে জুটি বেঁধেছে – এমনটা শোনা যায়নি। বরঞ্চ অতীতে Sony-র ক্যামেরা সেন্সর ব্যবহার করলেও, এখন চীনা টেক জায়ান্ট সংস্থাটি তাদের ফোনে Samsung-এর সেন্সর প্রদান করে থাকে। কিন্তু এবার হয়ত পরিস্থিতির পরিবর্তন আসছে। আসলে ক্যামেরা আউটপুট উন্নত করার জন্য Xiaomi, Leica নামক জার্মান অপটিক্স নির্মাতার সাথে অংশীদারিত্ব করতে পারে বলে শোনা যাচ্ছে।
রিপোর্ট অনুযায়ী, Huawei P50 সিরিজ লঞ্চের পর, Leica, চীনা কোম্পানিটির সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে। যদিও Leica-র এই সিদ্ধান্তের নিশ্চয়তা বা কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এই প্রসঙ্গে বলে রাখি, Leica এবং Huawei-এর জুটি বিগত বছরগুলিতে উন্নত ক্যামেরা সিস্টেম যুক্ত স্মার্টফোন (যেমন Huawei P20 Pro, P30 Pro, Mate 20 Pro, Mate 30 Pro) এনেছে; হালফিল সময়ে বাজারে এসেছে Mate 40 সিরিজও।
সেক্ষেত্রে Xiaomi যদি এই সংস্থার সাথে গাঁটছড়া বাঁধার কথা ভাবে, তাহলেও দুটি কোম্পানির মধ্যে চুক্তি ফাইনাল হতে হতে এক বছরের কাছাকাছি সময় লাগতে পারে। কয়েকজন টিপস্টারের অভিমত, Mi 12 বা Mi 13 সিরিজের ফোনে Leica-র ক্যামেরা প্রযুক্তি থাকতে পারে। যদিও Xiaomi, Leica-র সাথে পার্টনারশিপ করবে কিনা সে বিষয়ে এখনো কিছুই বলেনি। তাই Leica, আগামী দিনে Huawei-এর হাত ছেড়ে Xiaomi-র মুঠো শক্ত করে ধরবে কিনা তা এখনই বলা যাচ্ছে না!
যদিও সংস্থার ক্যামেরা পারফরম্যান্স উন্নত করার সাম্প্রতিক প্রচেষ্টা বা পদক্ষেপ বিবেচনা করে দেখলে, এই জোট বাঁধার বিষয়টি মোটেও অস্বাভাবিক বলে মনে হবে না। বদলে এই অংশীদারিত্ব, Xiaomi-কে প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে ক্যামেরা কেন্দ্রিক ফোন নির্মাতা হিসাবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করতে পারে। কিন্তু আদতে ঠিক কী হবে, তা বলবে সময়ই…