সুখবর, Xiaomi Mi 10T, Mi 10T Pro ফোনে এল বিশেষ MIUI 12.5 Enhanced Edition আপডেট

By :  ANKITA
Update: 2021-10-12 16:48 GMT

Xiaomi কয়েক সপ্তাহ আগেই তাদের 11T সিরিজ লঞ্চ করেছে। যদিও এই ফোনগুলি সংস্থার লেটেস্ট MIUI 12.5 Enhanced Edition কাস্টম ওএস সহ আসেনি। আশা করা যায় ফোনগুলি শীঘ্রই এই নতুন কাস্টম রমের আপডেট পাবে। তবে তার আগে এই সিরিজের পূর্বসূরী, Mi 10T এবং Mi 10T Pro ফোনের জন্য MIUI 12.5 Enhanced Edition রোল আউট হল।

হার্ডওয়্যারের দিক থেকে দুটি ফোনের মধ্যে পার্থক্য খুব কম। কেবল ক্যামেরা সেটআপ এদের ভিন্ন। সেই কারণেই ফোন দুটির জন্য একই সময় একই MIUI বিল্ড রোল আউট করা হয়। আপাতত ভারতীয় Mi 10T এবং Mi 10T Pro ব্যবহারকারীরা নতুন আপডেট পাবে।

এমআই কমিউনিটি থেকে জানা গিয়েছে, এই আপডেটের বিল্ড নম্বর V12.5.3.0.RJDINXM। এটি বর্তমানে স্টেবল বিটা পর্যায়ে রয়েছে। এরফলে ব্যাচ ধরে আপডেট দেওয়া হবে। অর্থাৎ সবার কাছে আপডেট পৌঁছতে কিছুটা দেরি হবে।

উল্লেখ্য, Xiaomi MIX 4 ফোনের লঞ্চ ইভেন্টে MIUI 12.5 Enhanced Edition এর উপর থেকে পর্দা সরানো হয়েছিল। নতুন এই কাস্টম ওএস-এ কোনও ফিচার যোগ করা হয়নি। মূলত এফিসিয়েন্সি বাড়ানোর লক্ষ্যেই নিজেদের মোবাইল সফটওয়্যারের লেটেস্ট ভার্সন এনেছে Xiaomi।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News