Xiaomi Mi 11 এর ক্যামেরা রিভিউ প্রকাশ করলো DxOMark, একই সারিতে Samsung Galaxy Note 20, Google Pixel 5

By :  SHUVRO
Update: 2021-04-18 10:08 GMT

Xiaomi Mi সিরিজের ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার প্রথম ফ্ল্যাগশিপ হিসেবে গত বছরের শেষ লগ্নে Mi 11 লঞ্চ হয়েছিল। লঞ্চ হওয়ার প্রায় চার মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর DxoMark ফ্ল্যাগশিপ ফোনটির ক্যামেরা রিভিউ প্রকাশ করেছে। Xiaomi Mi 11 DxoMark-এর ক্যামেরা র‌্যাঙ্কিংয়ে ১২০ পয়েন্ট পেয়ে Samsung Galaxy Note 20, Samsung Galaxy Note 20 Ultra, Google Pixel 5, ও Redmi K30 Pro Zoom Edition-এর সাথে স্কোর টাই করেছে। অপরদিকে Xiaomi Mi 11 সিরিজের টপ-এন্ড ভ্যারিয়েন্ট Mi 11 Ultra ১৪৩ পয়েন্ট পেয়ে DxoMark-এর ক্যামেরা র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছে।

সামগ্রিক স্কোরের বিভাজন করলে দেখা যাচ্ছে এমআই ১১ ফটোর জন্য ১২৭ পয়েন্ট, জুমের জন্য ৫৯ পয়েন্ট ও ভিডিওর জন্য ১০৭ পয়েন্ট পেয়েছে। অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ ছবি তোলার DxoMark এমআই ১১-এর প্রাইমারি ক্যামেরার প্রশংসা করেছে। এমনকি টেক্সচারের জন্য এটি ১১১ পয়েন্ট অর্জন করেছে। কম আলোতে স্লো হয়ে যাওয়ার জন্য অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের তুলনায় এমআই ১১-এরা অটোফোকাস ততটাও উচ্চমানের নয়। তবে পর্যাপ্ত আলো থাকলে অবশ্য ফোনের অটোফোকাস যথেষ্ট দ্রুত ও নির্ভুল।

এমআই ১১ টেলিফটো ক্যামেরা পেলে জুম স্কোর অনেকটাই বাড়াতে পারতো। কিন্তু তার পরিবর্তে শাওমি, ফোনে ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করেছে। ফলে যখনই আপনি জুম ইন করবেন, ডিটেলস হারানো শুরু করবেন।

আবার হাই-রেজোলিউশন মেইন ক্যামেরার দৌলতে এমআই ১১ ভিডিওতে বেশি স্কোর করতে সমর্থ হয়েছে। নয়েজ লেভেল ফোনে চিত্তাকর্ষকভাবে কম এবং 4K রেকর্ডিং করার সময় ফোনে অত্যন্ত বিশদে ভিডিও শুট করতে সক্ষম। দুর্ভাগ্যজনকভাবে, কম আলোতে রেকর্ডিং করার সময় রঙের নির্ভুলতার ক্ষেত্রে কিছুটা পতন লক্ষ্য করা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News