Xiaomi Mi 11 Lite 4G ভারতে কত দামে পাওয়া যাবে, লঞ্চের আগেই জেনে নিন
সম্প্রতি Mi 11 সিরিজের Lite ভ্যারিয়েন্ট অর্থাৎ Mi 11 Lite স্মার্টফোনটি Xiaomi India-র আধিকারিকরা টিজ করেছিল। ফলে ডিভাইসটি ভারতে পা রাখতে পারে বলে জোরদার চর্চা শুরু হয়। গতকাল সংস্থার ম্যানেজিং ডিরেক্টর মনু কুমার জৈনের (Manu Kumar Jain) টুইট জল্পনায় নতুন মাত্রা যোগ করে। তারপরেই একপ্রকার নিশ্চিত হয়ে যায়, Mi 11 Lite ভারতেও লঞ্চ হতে চলেছে৷ প্রসঙ্গত, Xiaomi মার্চের শেষান্তে Mi 11 Lite 4G ও Mi 11 Lite 5G বাজারে এনেছিল। Xiaomi ভারতে ফোনটির কোন ভ্যারিয়েন্ট আনবে, তা কাল মনু জৈনের টুইটের পরেও অস্পষ্ট ছিল। কিন্তু, নতুন রিপোর্ট সামনে আসতেই জানা গেছে, Xiaomi Mi 11 Lite এদেশে শুধুমাত্র 4G এডিশনে উপলব্ধ হবে।
India Today Tech-এর এক্সক্লুসিভ রিপোর্টে খবরটি প্রকাশিত হয়েছে। এছাড়াও, রিপোর্টে ফোনটির সম্ভাব্য দামের ওপরেও আলোকপাত করা হয়েছে। ওই সংবাদসংস্থার দাবি, Mi 11 Lite 4G স্মার্টফোনটির দাম 25,000 টাকার মধ্যে হবে৷ উল্লেখ্য, প্রাইস পয়েন্টে (30,000) Mi 11X 5G-এর সাথে সরাসরি কম্পিটিশন চলতে পারে বলে অনুমান করেই Xiaomi সম্ভবত Mi 11 Lite-এর 5G ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ করা থেকে বিরত থাকছে।
Mi 11 Lite 4G এর স্পেসিফিকেশন
Mi 11 Lite 4G ফোনে আছে 90 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.65 ইঞ্চি FHD AMOLED পাঞ্চ হোল ডিসপ্লে। সাথে রয়েছে Corning Gorilla Glass 5 প্রোটেকশন। আবার ফোনটি Qualcomm Snapdragon 732G প্রসেসরে দ্বারা পরিচালিত, সেইসঙ্গে 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।
ফটোগ্রাফির জন্য, Mi 11 Lite 4G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান— 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + 6 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে পাওয়া যাবে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,250mah ব্যাটারি আছে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।