কবে ভারতে আসছে Redmi Note 9, মোট ৫ ক্যামেরার সাথে থাকবে শক্তিশালী ব্যাটারি
চীনা স্মার্টফোন কোম্পানি Xiaomi আরও একটি ফোন ভারতে লঞ্চ করার তোড়জোড় শুরু করলো। বাজেট রেঞ্জে আসা এই ফোনটির নাম হবে Redmi Note 9। ইতিমধ্যেই এই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। যার ৩ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের প্রায় ১৪,৯৩০ টাকা। MySmartPrice এর রিপোর্ট অনুযায়ী কিছুদিনের মধ্যেই রেডমি নোট ৯ ভারতে আসবে। সম্ভবত জুলাই মাসের তৃতীয় সপ্তাহে ফোনটি ভারতের বাজারে আসবে। এই ফোনটি হবে রেডমি নোট ৮ এর আপগ্রেড ভার্সন। শাওমি ইন্ডিয়ার হেড মানু কুমার জৈন ও আজ এই ফোন সম্পর্কে একটি টুইট করেছেন। যদিও তিনি ফোনের নাম জানান নি, তবে বুঝতে অসুবিধা হয়না যে তিনি কোন ফোনের কথা বলেছেন।
টেক মাস্টার, Mukul Sharma কিছুদিন আগেই জানিয়েছিলেন, রেডমি নোট ৯ শীঘ্রই ভারতে আসছে। এর ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে বেশ কিছু বদল দেখা যাবে। যেমন এই ফোনে সাপোর্ট করবে ওয়াই ফাই ৮০২.১১ বি/জি/এসি স্ট্যান্ডার্ড। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক MIUI 12 ইউআই এর সাথে আসতে পারে। আসুন জেনে নিই গ্লোবাল মার্কেটে রেডমি নোট ৯ কি ফিচারের সাথে লঞ্চ হয়েছিল।
Redmi Note 9 স্পেসিফিকেশন :
শাওমি রেডমি নোট ৯ ফোনটি ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লের সাথে এসেছে। এর রেজুলেশন ১০৮০ x ২৩৪০ পিক্সেল। এই ফোনের ডিসপ্লে ডিজাইন পাঞ্চ হোল। কাট আউট টি ডিসপ্লের বাম দিকে আছে। সিকিউরিটির জন্য এই ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এই ফোনে আইএর ব্লাস্টার সাপোর্ট করলো। এই ফোনে মিডিয়াটেক হেলিও জি ৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার ৪ জিবি পর্যন্ত র্যাম ও ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ আছে।
এই ফোনের পিছনে চারটি ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল স্যামসাং জিএম১ সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসাবে আছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, যেটি ১১৮ ডিগ্রী ফিল্ড অফ ভিউ অফার করে। এছাড়াও এতে ব্যবহার হয়েছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ১১ পাবেন। পাওয়ারের কথা বললে এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে ৫,০২০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।