Redmi K20 Pro ব্যবহারকারীদের জন্য সুখবর, চলে এল MIUI 12 আপডেট
Xiaomi তাদের ভারতীয় Redmi K20 Pro এর ব্যবহারকারীদের জন্য স্টেবল MIUI 12 আপডেট নিয়ে চলে এল। কোম্পানি ধীরে ধীরে এই OTA আপডেট সমস্ত ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেবে। প্রসঙ্গত গত মাসে কোম্পানি সমস্ত রেডমি কে ২০ প্রো ব্যবহারকারীদের জন্য এমআইইউআই ১২ স্টেবল বিটা আপডেট এনেছিল। যেটা ছিল এই ফাইনাল আপডেট দেওয়ার আগের স্টেজ।
Xiaomi-র ফোরাম অনুযায়ী, এমআইইউআই ১১ এর তুলনায় এই অ্যান্ড্রয়েড ১০ বেসড এমআইইউআই ১২ আপডেটে ব্যবহারকারীরা অনেক পরিবর্তন দেখতে পাবেন। যার মধ্যে ইউজার ইন্টারফেস, উন্নত অ্যানিমেশন, উন্নত ডার্ক মোড, পার্সোনাল ডাটা সিকিউরিটি ফিচার যুক্ত হবে। এছাড়াও আপনি MIUI 12 তে পাবেন লক স্ক্রিনে ডায়নামিক ক্লক, অলওয়েজ অন স্ক্রিন ডায়নামিক ওয়ালপেপারের মত ফিচার।
Redmi K20 Pro স্পেসিফিকেশন:
Redmi K20 Pro ফোনে ৬.৩৯ ইঞ্চি এমোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে। যার আসপেক্ট রেশিও ১৯.৫:৯ এবং স্ক্রিন রেজল্যুশন ১০৮০ x ২৩৪০ পিক্সেল। এছাড়াও এতে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ আছে। আবার গ্রাফিক্সের জন্য এড্রেনো ৬৪০ ও পাওয়া যাবে।
ক্যামেরার কথা বললে Redmi K20 Pro ফোনে তিনটি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল IMX586 সেন্সির, সেকেন্ডারি ক্যামেরা আলট্রা ওয়াইড সেন্সরের সাথে ১৩ মেগাপিক্সেল। এছাড়াও 8 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। কোম্পানি দাবি করেছে এই ফোন লো লাইট ফোটোগ্রাফি ও ৯০ এফপিএস এ স্লো মোশন ভিডিও রেকর্ড করা যাবে। সামনের ক্যামেরার কথা বললে এই ফোনে ২০ মেগাপিক্সেল পপ আপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্ট ক্যামেরায় পোর্ট্রেট মোড় ফটো নেওয়ার জন্য AI এর সাহায্য নেওয়া হয়েছে ।