দেখে চমকে উঠছে সবাই, ইয়ামাহার এই মডিফায়েড বাইকের আসল মডেলের নাম বলতে পারবেন?

By :  SUMAN
Update: 2022-11-08 03:36 GMT

অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের প্রতি ভারতীয়দের আগ্রহ যে উত্তরোত্তর বেড়ে চলেছে, তা আর অজানা নেই। বাইকে করে জল থেকে জঙ্গল চষে বেড়ানোর ইচ্ছে তরুণ প্রজন্মের মধ্যে প্রবল হয়ে উঠছে। তাই এবারে ইয়ামাহা (Yamaha)-র একটি জনপ্রিয় রেট্রো বাইক FZ-X-কে আপাদমস্তক একটি অ্যাডভেঞ্চার মডেলে বদলে ফেললেন এক বাইকার। Yamaha FZ-X অফ-রোড মডেলে মডিফাই করা অবস্থায় কেরলে ইয়ামাহার একটি ডিলারশিপের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

অফ-রোডিংয়ের বৈশিষ্ট্য সুদৃঢ় করতে কাস্টমাইজড Yamaha FZ-X-এর স্পেসিফিকেশনে বেশ কিছু রদবদল ঘটানো হয়েছে। যেমন নতুন ফ্রন্ট ফেন্ডার, ফ্রন্ট সাসপেনশন যা কিনা Hero Xpulse 200 4V-তেও দেখা মেলে। এছাড়া এতে Himalayan-এর সমগোত্রের সিট দেওয়া হয়েছে। আবার প্রচুর বডি প্যানেল বদলে নতুন লাগানো হয়েছে।

নতুন বডি প্যানেগুলির মধ্যে সাইড প্যানেল, পেনিয়ার স্টে এবং ফুয়েল ক্যান মাউন্টিং ব্র্যাকেট চোখে পড়েছে। এছাড়া ওয়্যার স্পোক হুইল এবং সিয়েটের অফ-রোড টায়ার দেওয়া হয়েছে। এই আপডেটগুলি যে কেবল রোড প্রেজেন্স বাড়ানোর জন্য দেওয়া হয়েছে তা নয়, বরং এর অফরোডিং এবং অ্যাডভেঞ্চার রাইডিংয়ের সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে এটি করা হয়েছে। এর ফিচারের তালিকায় রয়েছে একটি নতুন গ্রাফিক্সের সাথে নতুন অরেঞ্জ কালার শেড এবং নয়া ব্র্যাকেট। এছাড়া RE Himalayan-এর ন্যায় একটি ওয়াইন্ড ভাইজারের দেখা মিলেছে।

তবে কাস্টমাইজড Yamaha FZ-X-এর ইঞ্জিনে কোন পরিবর্তন ঘটানো হয়নি। আগের মতই একটি ১৪৯ সিসি এয়ার কুল্ড পেট্রোল ইঞ্জিনে ছুটবে এটি। যা থেকে সর্বোচ্চ ১২.৪ পিএস শক্তি এবং ১৩.৩ এনএম টর্ক উৎপন্ন হয়। আবার গিয়ারবক্স এবং এগজস্ট সেটআপটি আগের মতোই রাখা হয়েছে। বাইকটির বর্তমান বাজার মূল্য ১.৩৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এটি আবার ভারতে উপলব্ধ ইয়ামাহার অন্যতম সাশ্রয়ী মূল্যের মোটরসাইকেল।

Tags:    

Similar News