আয়ের নতুন পথ খুলছে YouTube, ভারতে আসছে Courses ফিচার, কিভাবে ইনকাম হবে জেনে নিন

By :  SUPARNA
Update: 2022-12-21 12:25 GMT

সময়ের সাথে শিক্ষাদানের পদ্ধতিতেও বিবর্তন এসেছে। যার দরুন এখন শিক্ষাগ্রহণের জন্য স্বশরীরে ক্লাসে বসে ব্ল্যাক বোর্ড দেখে শিক্ষকের দেওয়া আর নোটস টুকতে হয় না। বরং ইন্টারনেটের দৌলতে এইসকল ক্লাস এসে গেছে আমাদের মুঠোবন্দি মোবাইলের মধ্যেই। এক্ষেত্রে বিগত বেশ কয়েক বছর ধরে শিক্ষকরা Youtube -কে মাধ্যম করে অনলাইন-ভিত্তিক ক্লাস তথা কোর্স অফার করছেন তাদের শিক্ষার্থীদের। আর শিক্ষাদানের এই নতুন পদ্ধতি জনপ্রিয়তাও পাচ্ছে ব্যাপকভাবে। তাই শিক্ষাবিদ (এডুকেটর) ও শিক্ষার্থীদের (লার্নার) জন্য অনলাইন-ভিত্তিক এই 'এডুকেশনাল' পন্থাকে আরো আকর্ষণীয় করে তুলতে টেক জায়ান্ট Google তাদের এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের জন্য একটি নয়া ফিচার আনার কথা জানিয়েছে।

গত সোমবার YouTube -এর বার্ষিকী ইন্ডিয়া কনফারেন্স 'Google for India' চলাকালীন 'Courses' নামক একটি নয়া ফিচারের ঘোষণা করে সুন্দর পিচাই পরিচালিত টেক জায়ান্টটি। এক্ষেত্রে এই নয়া ফিচার YouTube -এ আরো ভালো কাঠামোগত শিক্ষা অভিজ্ঞতা (structured learning experience) অফার করবে বলে দাবি করা হচ্ছে। একই সাথে এডুকেশনাল কনটেন্ট ক্রিয়েটারদের জন্য মনিটাইজেশনের পথকেও সহজ করবে বলে জানা গেছে।

Google তাদের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম YouTube -এর জন্য Courses নামক ফিচারের ঘোষণা করলো

গুগল বর্তমানে কোর্সেস ফিচারকে কয়েকটি নির্বাচিত পার্টনারের সাথে পরীক্ষা-নিরীক্ষা করছে। ফলে এই সাবস্ক্রিপশন-ভিত্তিক মডেল কোর্সটি এই মুহুর্তে বিটা টেস্টিং পর্যায়ে থাকলেও, শীঘ্রই ভারতীয় ইউটিউবারদের জন্য উপলব্ধ হবে। এক্ষেত্রে সম্ভবত ২০২৩ সালের প্রথম কোয়ার্টারেই কোর্সেস ফিচারকে আনুষ্ঠানিকভাবে রোলআউট করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও সংস্থার পক্ষ থেকে এখনো কোনো নির্দিষ্ট টাইমলাইন শেয়ার করা হয়নি।

যাইহোক, 'গুগল ফর ইন্ডিয়া' ইভেন্ট চলাকালীন ইউটিউব ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ইশান জন চ্যাটার্জি জানিয়েছেন যে, কোর্সেস ফিচারকে আপাততভাবে শুধুমাত্র - ভারত, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রে চালু করা হবে। এই নয়া মনিটাইজেশন বিকল্পটি রিলিজ হওয়ার পর, এর অধীনে যেকোনো 'লার্নিং' বিষয় কেন্দ্রিক ভিডিও দেখার মাধ্যমে ইউজাররা নিজেদের আপস্কিল বা গ্রুম করতে পারবেন। প্রাক প্রস্তুতিপর্বের অংশ হিসাবে গুগল ইতিমধ্যেই LearnoHub, Speak English With Aishwarya, Telusko -এর মতো একাধিক লোকাল ক্রিয়েটারদের সাথে অংশীদারিত্ব করেছে বলে জানা গেছে।

কার্যকারিতার কথা বললে, সদ্য ঘোষিত কোর্সেস ফিচারের সাহায্যে শিক্ষকরা তাদের ভিডিও পাবলিশ এবং সংগঠিত (organize) করতে পারবেন। পাশাপাশি, টেক্সট রিডিং উপকরণ এবং প্রশ্ন-উত্তর পত্র সমূহকে সরাসরি এই ভিডিও অ্যাপে আপলোড করতেও সক্ষম হবেন। এক্ষেত্রে ক্রিয়েটাররা বিনামূল্যে তাদের কনটেন্ট অফার করতে পারবেন, অথবা নির্দিষ্ট পরিমাণ টাকা তথা ফি চার্জ করার মাধ্যমে কোর্সগুলির অ্যাক্সেস প্রদান করতে পারবেন বলে জনিয়েছে গুগল।

গুগল তাদের নতুন ইউটিউব কোর্সেস ফিচারকে ৪টি বিভাগে বিভক্ত করেছে -

১. ডিজিটাল স্কিলস,
২. এন্টারপ্রেনিওরশিপ,
৩. প্রোফেশন,
৪. পার্সোনাল প্যাশন।

উল্লেখিত বিভাগের অধীনে ইউটিউব কনটেন্ট ক্রিয়েটাররা পিএনজি (PNG) এবং পিডিএফ (PDF) ফরম্যাটে ডকুমেন্ট আপলোড করতে পারবেন৷ এর ফলে যে বিষয়ক কোর্স ভিডিওর মাধ্যমে পড়ানো হচ্ছে তার একটি লিখিত বা সফ্ট কপি ইউজারদের জন্য উপলব্ধ করা সম্ভব হবে। এক্ষেত্রে যেসকল ইউটিউব ইউজাররা কনটেন্ট ক্রিয়েটারদের থেকে কোর্স কিনবেন, তারা কোনোপ্রকার বিজ্ঞাপন ছাড়াই সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন।

Tags:    

Similar News