টিকটকের সঙ্গে পাল্লা দিতে Shorts প্ল্যাটফর্মের জন্য 'Remix' নামে নতুন একটি ফিচার চালু করল Google। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা মিউজিক ভিডিওর নিজস্ব ভার্সন তৈরি করতে পারবেন। উল্লেখ্য, গত বছর YouTube তাদের Shorts প্ল্যাটফর্মের জন্য কোলাব এবং ফান এফেক্ট ফোর শর্টস এর মতো ফিচার নিয়ে এসেছিল।
কীভাবে YouTube Shorts-এ Remix Video বানাবেন
শর্টস-এ রিমিক্স ভিডিও বানানোর জন্য ক্রিয়েটরদের 'রিমিক্স' অপশনে ট্যাপ করতে হবে। এখানে ব্যবহারকারীরা চারটি বিকল্প পাবেন: সাউন্ড, গ্রিন স্ক্রিন, কাট, ও কোলাব। রিমিক্স ফিচারে ক্রিয়েটররা ভিডিও থেকে শব্দ নিতে পারবেন, বা তারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড কেটে শর্টস-এ অন্তর্ভুক্ত করতে পারবেন।
YouTube Shorts-এর সাফল্য
ইউটিউব শর্টস আজ বিশ্বজুড়ে টিকটক কে টেক্কা দিচ্ছে। বর্তমানে এর ৫০ বিলিয়নেরও বেশি দৈনিক ভিউ আছে। আর সংস্থাটি এই কারণে শর্টস প্ল্যাটফর্মের জন্য নতুন নতুন ফিচার নিয়ে আসছে।
নয়া রিমিক্স ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা মিউজিক ভিডিওর নিজস্ব সংস্করণ তৈরি করতে পারবেন। সাউন্ড, গ্রিন স্ক্রিন, কাট এবং কোল্যাবের মতো বিকল্পগুলির সাহায্যে ক্রিয়েটররা সৃজনশীল শর্টস তৈরি করতে পারবে।