আরও চাপে চীন, পুরোপুরি নিষিদ্ধ করা হলো Huawei, ZTE সহ সমস্ত টেলিকম কোম্পানিকে

Avatar

Updated on:

US bans Huawei ZTE Chinese Tech equipment sales

জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আবারও অনেক চীনা টেলিকম কোম্পানিকে নিষিদ্ধ করল। আজ মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) Huawei এবং ZTE-র মতো সংস্থাগুলি থেকে টেলিকম সরঞ্জাম আমদানি ও ব্যবহার নিষিদ্ধ করেছে।

মার্কিন কমিশন জানিয়েছে, এসব কোম্পানির ডিভাইস জাতীয় নিরাপত্তার জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এফসিসি-র পাঁচ সদস্য সর্বসম্মতিতে ভোট দিয়ে জানান, এই সংস্থাগুলির পণ্য বিক্রি ও আমদানি নিষিদ্ধ করা হোক। এই নিষেধাজ্ঞা চিপের ঘাটতিকে আরও প্রবল করবে।

এর আগে ২০২০ সালে, এফসিসি মার্কিন কমিউনিকেশন নেটওয়ার্ককে সুরক্ষিত করতে চীনা কোম্পানি হুয়াওয়ে এবং জেডটিই থেকে সরঞ্জাম ব্যবহার নিষিদ্ধ করেছিল। এবার এসব কোম্পানির মূল কোম্পানি, অনুমোদিত কোম্পানি ও সহযোগী প্রতিষ্ঠানগুলোকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

Huawei ছাড়াও Hytera Communications, Hangzhou Hikvision Digital Technology Company এবং Dahua টেকনোলজি কোম্পানিকেও নিষিদ্ধ করা হয়েছে, যদিও চীন সরকার এবং হুয়াওয়ে এই নিষেধাজ্ঞাকে গুজব বলে দাবি করেছে।

সঙ্গে থাকুন ➥