Airtel এর দুর্দান্ত প্ল্যান, এক রিচার্জেই OTT সাবস্ক্রিপশনের সাথে পান WiFi ও টিভি চ্যানেল
দিন দিন মোবাইলের রিচার্জ খরচ যেমন বাড়ছে, তেমনই কিন্তু বিভিন্ন গ্রাহকের রোজদিনের চাহিদা মেটাতে টেলিকম সংস্থাগুলি নিজেদের রিচার্জ প্ল্যানে বেশ বৈচিত্র্যও আনছে। যেমন, দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সার্ভিস প্রোভাইডার Airtel বর্তমানে তার অনেক মোবাইল রিচার্জ প্ল্যানের সাথে এমন কিছু আকর্ষণীয় অফার দেয়, যাতে আপনারা অনেক সুবিধা পেতে পারেন। আবার যে সমস্ত Airtel গ্রাহক, মোবাইল ছাড়াও আরও অন্যান্য ডিজিটাল ক্ষেত্রে সংস্থার পরিষেবা পেতে চান তাদের জন্য এককথায় আদর্শ হল Airtel Black সার্ভিস। সংস্থার এই পরিষেবাতে একসাথে টিভি, WiFi এবং OTT অ্যাক্সেস পাওয়া যায়, তাও আবার বেশ সাশ্রয়েই।
সেক্ষেত্রে, আপনি যদি বাড়িতে বসে কাজ বা বিনোদনের জন্য এয়ারটেল ব্ল্যাকের পরিষেবা পেতে চান, তাহলে সুবিধামত সংস্থার নির্দিষ্ট প্ল্যান বা কাস্টম প্ল্যানের বিকল্প বেছে নিতে পারেন। তবে আজ আমরা এই পরিষেবা সম্পর্কিত সবচেয়ে সস্তা প্ল্যানটির কথা বলব যার দাম পড়বে মাত্র ৬৯৯ টাকা, তবে এতে যেকোনো প্রিমিয়াম দামের প্ল্যানের মত সুবিধা পাওয়া যাবে।
৬৯৯ টাকার Airtel Black প্ল্যান
প্রথমেই বলে রাখি যে, এয়ারটেল ব্ল্যাকের ৬৯৯ টাকার সস্তা প্ল্যানে কোনো মোবাইল কানেকশন পাওয়া যাবেনা; যারা টিভি এবং ফাইবারের সুবিধা চান, তাদের জন্য এটি ভাল বিকল্প। কোম্পানির মতে, ৬৯৯ টাকার এই প্ল্যানে গ্রাহকরা সর্বমোট ২,১৯৯ টাকার সুবিধা পাবেন। কীভাবে? আসলে এই প্ল্যানে, গ্রাহকরা এক্সট্রিম (Xstream) ফাইবার কানেকশন পাবেন যাতে ৪০ এমবিপিএস স্পিডে ৩.৩৩ টিবি ডেটা ব্যবহার করা যাবে। এছাড়াও এতে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা মিলবে।
অন্যদিকে ৬৯৯ টাকার এয়ারটেল ব্ল্যাক প্ল্যানে ডিটিএইচ (DTH) সংযোগের বিকল্প উপলব্ধ রয়েছে, যার দাম এমনিতে ৩০০ টাকা; এই ডিটিএইচ পরিষেবার জন্য গ্রাহকরা কোম্পানির কাছ থেকে এক্সট্রিম বক্সও পাবেন। শুধু তাই নয়, এই প্ল্যানের রিচার্জকারীরা পাবেন Disney+ Hotstar, Airtel Xstream Premium ইত্যাদির ফ্রি সাবস্ক্রিপশনও। সুতরাং, এক খরচে ইন্টারনেট, টিভির ডিজিটাল কানেকশন এবং ওটিটি সাবস্ক্রিপশন পেতে গেলে এই প্ল্যান অত্যন্ত সুবিধাজনক।
উল্লেখ্য, কোম্পানি জানিয়েছে যে এই এয়ারটেল ব্ল্যাক পরিষেবার জন্য গ্রাহকরা ৪,০০০ টাকা অগ্রিম পেমেন্ট করতে পারেন। আবার যদি কেউ এখন এয়ারটেল ব্ল্যাকের একটি নতুন পরিষেবা কেনেন, তাহলে তিনি পরবর্তী ৩০ দিনের জন্য বিনামূল্যে পরিষেবা পাবেন।