Jio-র লোভনীয় অফার, মাত্র ২০০ টাকা অতিরিক্ত খরচে পাওয়া যাবে Jiocinema সহ ১৪টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন

Avatar

Published on:

Jio Fiber RS 899 Recharge Plan Offer

Reliance Jio তাদের প্রিপেড ও পোস্টপেড গ্রাহকদের জন্য রিচার্জ প্ল্যান সরবরাহ করার পাশাপাশি, ব্রডব‌্যান্ড পরিষেবা, Jio Fiber এর জন্য লোভনীয় প্ল্যান অফার করে। এই প্ল্যানগুলিতে আনলিমিটেড ডেটা ও বিনামূল্যে ওটিটি সাবস্ক্রিপশন পাওয়া যায়। তবে আজ আমরা সংস্থার সমস্ত প্ল্যান নয়, বরং একটি ব্রডব্যান্ড প্ল্যান‌ নিয়ে কথা বলবো, যেখানে অনেক ডেটা ও আনলিমিটেড কলের সুবিধা মিলবে। আর সাথে অল্প কিছু টাকা খরচ করলে পাওয়া যাবে ১৪টি ওটিটি-র ফ্রি সাবস্ক্রিপশন।

৮৯৯ টাকার Jio Fiber প্ল্যান

আমরা যে জিও ফাইবার প্ল্যানের কথা বলছি তার মূল্য ৮৯৯ টাকা। সাধারণত গ্রাহকরা ৬৯৯ টাকার প্ল্যান ব্যবহার করে থাকে। এই জিও ফাইবার প্ল্যানে ১০০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট ডেটা ব্যবহার করা যায়, যার মেয়াদ এক মাস। এই প্ল্যানের সঙ্গে পাওয়া যাবে আনলিমিটেড কলিং ও ডেটা।

এছাড়া এই প্ল্যানের সাথে যদি অতিরিক্ত ২০০ টাকা খরচ করা হয়, তাহলে অনেক সুবিধা পাওয়া যাবে। আজ্ঞে হ্যাঁ, আর ২০০ টাকা ব্যয় করলে এই প্ল্যানের সাথে ১৪ টি ওটিটির ফ্রি সাবস্ক্রিপশন মিলবে। সাধারণভাবে যা নিতে প্রায় ৪,০০০ টাকা খরচ হত।

৮৯৯ টাকার Jio Fiber প্ল্যানটি ৩ মাস, ৬ মাস ও ১ বছরের জন্যও রিচার্জ করা যাবে‌। এর সাথে যে ১৪টি ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাওয়া যাবে, তার মধ্যে রয়েছে Disney+ Hotstar, Zee5, SonyLIV, Voot, Sunnxt, Discovery Plus, Hoichoi, AltBalaji, Eros Now, Lionsgate Play, Universal+, Voot Kids ও Jiocinema।

সঙ্গে থাকুন ➥