দুর্দান্ত পরিষেবা দিয়ে লক্ষ লক্ষ গ্রাহক জুড়লো Reliance Jio ও Airtel, কি অবস্থা Vi এর?

Avatar

Published on:

Reliance Jio Airtel Subscribers in January 2024

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI 2024 সালের জানুয়ারিতে টেলিকম সংস্থাগুলির সাথে যুক্ত হওয়া গ্রাহকের একটি তালিকা প্রকাশ করেছে। সোমবার TRAI-এর প্রকাশিত তথ্য অনুসারে, প্রতিবারের মতো এবারেও Reliance Jio-র সাথে সর্বাধিক গ্রাহক যুক্ত হয়েছে। আর অন্যদিকে Vodafone Idea-র গ্রাহক সংখ্যা প্রতিবারের মতোই হ্রাস পেয়েছে।

42 লক্ষ নতুন গ্রাহক যোগ করেছে Jio

ট্রাইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, রিলায়েন্স জিও 2024 সালের জানুয়ারিতে সর্বাধিক সংখ্যক নতুন গ্রাহক যোগ করতে সফল হয়েছে। Jio এই সময়ের মধ্যে 4.2 মিলিয়ন অর্থাৎ 42 লক্ষ নতুন গ্রাহক যোগ করেছে। আর এর ফলে জিওর গ্রাহকের সংখ্যা এখন 463.99 মিলিয়নে (46.399 কোটি) পৌঁছেছে।

প্রসঙ্গত, এই সময় এয়ারটেলেরও গ্রাহক সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। টেলকোটি এই সময়ে 0.75 মিলিয়ন (7.5 লক্ষ) নতুন গ্রাহক যুক্ত করেছে, যার পরে এয়ারটেলের মোট গ্রাহক সংখ্যা বেড়ে 382 মিলিয়নে (38.2 কোটি) পৌঁছেছে।

আবার গ্রাহক হারিয়েছে Vodafone Idea

2024 সালের জানুয়ারিতে, Vodafone Idea প্রতিবারের মতো ক্ষতির সম্মুখীন হয়েছে। এই সময়ে সংস্থাটি প্রায় 15 লক্ষ গ্রাহক হারিয়েছে। তারপর Vodafone Idea-র গ্রাহক সংখ্যা 221 মিলিয়নে (22.1কোটি) এসে দাঁড়িয়েছে।

সঙ্গে থাকুন ➥