দেনায় জর্জরিত Vodafone Idea, ৭০০০ কোটি টাকা লোন নিচ্ছে ব্যাঙ্ক থেকে

By :  techgup
Update: 2023-01-06 11:40 GMT

ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি Vodafone Idea বা Vi যে পাহাড়প্রমাণ দেনার ভারে দীর্ঘদিন ধরেই ব্যাপকভাবে জর্জরিত হয়ে রয়েছে, সেকথা আমাদের সকলেরই জানা। এরমধ্যে ইন্দাস টাওয়ারের (Indus Towers) কাছে সংস্থার প্রায় ৭,০০০ কোটি টাকা বকেয়া রয়েছে। এর আগেই ইন্দাস দেশের তৃতীয় টেলিকম কোম্পানিটিকে হুমকি দিয়েছিল যে, Vodafone Idea যদি খুব শীঘ্রই যাবতীয় বকেয়া পরিশোধ করতে না পারে, তাহলে তারা টাওয়ারের অ্যাক্সেস ফিরিয়ে নেবে। স্বভাবতই এই কাজ করতে না পারায় সংস্থাটি এখনও এদেশে 5G নেটওয়ার্ক লঞ্চ করতে পারেনি, এবং সেইসাথে গত কয়েক মাসে লক্ষ লক্ষ গ্রাহক হারিয়ে কোম্পানির ব্যবসায়িক সমৃদ্ধিও বর্তমানে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। তাই ঘাড় থেকে পাহাড়প্রমাণ দেনার বোঝা কমিয়ে সম্পূর্ণভাবে ঘুরে দাঁড়ানোর জন্য সম্প্রতি রীতিমতো উঠেপড়ে লেগেছে Vodafone Idea। জানা গিয়েছে যে, ইন্দাস টাওয়ারের ৭,০০০ কোটি টাকা দেনা মেটাতে ইদানীংকালে বেশ কয়েকটি ব্যাঙ্কের সাথে যোগাযোগ করেছে টেলিকম কোম্পানিটি।

Indus Towers-এর ৭,০০০ কোটি টাকা দেনা মেটাতে একগুচ্ছ ব্যাঙ্কের শরণাপন্ন হয়েছে Vodafone Idea

ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, ৭,০০০ কোটি টাকার ঋণ পরিশোধ করার জন্য সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, আইডিএফসি ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্ক সহ আরও বেশ কয়েকটি ব্যাঙ্কের শরণাপন্ন হয়েছে ভোডাফোন আইডিয়া। উল্লেখ্য যে, পূর্বে বহু কোম্পানির কাছ থেকেই ঋণ নিয়েছে টেলিকম সংস্থাটি, তবে মূলত ইন্দাস টাওয়ারের দেনা পরিশোধ করার জন্যই ভিআই হালফিলে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। প্রসঙ্গত বলে রাখি, গত বছর শোনা গিয়েছিল যে, ভোডাফোন আইডিয়ার একটি বড়ো অংশের শেয়ার কিনে নেবে কেন্দ্র। সেক্ষেত্রে সংস্থাটির সাথে সরকারের ঠিক কীরকম অংশীদারিত্ব রয়েছে, তা স্পষ্টভাবে না জানা পর্যন্ত কোনো ব্যাঙ্কই ভিআইকে সাহায্য করতে পারবে না বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তদুপরি, প্রোমোটাররা এই কোম্পানিতে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করছে, তাও যথাযথভাবে জানতে চেয়েছে ঋণদাতারা।

Vodafone Idea ১৫,০০০ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টির জন্য অনুরোধ করেছে

রিপোর্ট অনুযায়ী, ভোডাফোন আইডিয়া অন্য আর-এক ঋণদাতাকে ১৫,০০০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি এবং কিছু নতুন ঋণ ইস্যু করার জন্য অনুরোধ করেছে। উল্লেখ্য যে, টেলিকম কোম্পানিটি ইতিমধ্যেই ইন্দাস টাওয়ারকে প্রতিশ্রুতি দিয়েছে যে, ২০২৩ সালের প্রথম সাত মাসের মধ্যে তারা তাদের সমস্ত বকেয়া পরিশোধ করবে। আপনাদেরকে জানিয়ে রাখি, ইন্দাস টাওয়ারের কাছে ভোডাফোন আইডিয়ার মাসিক বকেয়া ২৫০ থেকে ৩০০ কোটি টাকা। ফলে সবমিলিয়ে কোম্পানিটিকে মোট যে পরিমাণ টাকা দিতে হবে, তার অঙ্কটা এই মুহূর্তে দাঁড়িয়েছে ৭,৫০০ কোটি টাকা। এখন সত্যি সত্যিই ভোডাফোন আইডিয়া তাদের দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারবে কি না, সেটা একমাত্র সময়ই বলতে পারবে।

প্রোমোটাররা মূলধন ঢালতে প্রস্তুত থাকলেও Vi-এর প্রয়োজনীয়তার কাছে তা নেহাতই নগণ্য

অন্য একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, এই মুহূর্তে Vi-এর প্রোমোটাররাও মূলধন ঢালতে প্রস্তুত, কিন্তু ইন্দাস টাওয়ারের বকেয়া পরিশোধ করার কিংবা টেলিকম কোম্পানিটির ব্যবসায়িক উন্নতির জন্য তা মোটেই যথেষ্ট নয়। রিপোর্ট অনুযায়ী, প্রোমোটাররা বর্তমানে ৩,০০০ থেকে ৪,০০০ কোটি টাকা দিতে রাজি হয়েছে; কিন্তু হালফিলে ভারতীয় টেলিকম মার্কেটে টিকে থাকার জন্য Vodafone Idea-র প্রায় ৪০,০০০ থেকে ৪৫,০০০ কোটি টাকার প্রয়োজন। সেক্ষেত্রে যতক্ষণ না Vi প্রোমোটারদের কাছ থেকে তহবিল পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত বহিরাগত বিনিয়োগকারীরা এবং ভারত সরকার টেলিকম কোম্পানিটিকে বিশেষ কোনো সাহায্য করতে পারবে না বলেই ধরে নেওয়া যেতে পারে। তাই আগামী দিনে সংস্থার হালহকিকত ঠিক কোন জায়গায় দাঁড়াবে, তার উত্তর একমাত্র সময়ের কাছেই রয়েছে।

Tags:    

Similar News