Realme আনছে 15000mAh ব্যাটারির স্মার্টফোন, টানা 50 ঘন্টা ভিডিও দেখা যাবে

কয়েকদিন আগে Realme নিশ্চিত করেছিল যে তারা ১০০০০ এমএএইচ ব্যাটারির একটি ফোনের উপর কাজ করছে। এই স্মার্টফোনটি সম্পর্কে ২৭ আগস্ট বিস্তারিত জানানো হবে। তবে তার আগে প্রযুক্তিপ্রেমীদের কৌতূহল বাড়িয়ে কোম্পানিটি আরও একটি নতুন টিজার প্রকাশ করেছে। এই টিজারে বলা হয়েছে, ১০০০০ এমএএইচ ছাড়িয়ে Realme এখন ১৫০০০ এমএএইচ ব্যাটারির ডিভাইস লঞ্চের পরিকল্পনা করছে।
Realme আনছে ১৫০০০mAh ব্যাটারির স্মার্টফোন
নতুন এই টিজারে রিয়েলমি জানিয়েছে যে, তাদের আসন্ন ফোনে থাকবে ১৫০০০ এমএএইচ ব্যাটারি। টিজারে অন্তর্ভুক্ত ছবিতে থাকা মোবাইলের পিছনে স্পষ্টভাবে লেখা আছে “15000mAh”। মূলত রাগড ডিজাইনের ফোনে আমরা এত এমএএইচ ব্যাটারি ব্যবহার হতে দেখি। তবে সাধারণ ফোনে এত ক্ষমতার ব্যাটারি দেওয়ার ঘটনা বিরল।
৫০ ঘন্টা ভিডিও স্ট্রিমিংয়ের সুবিধা
রিয়েলমি আরও দাবি করছে যে, এই ব্যাটারি টানা ৫০ ঘণ্টা ভিডিও দেখতে দেবে। যা আগে আমরা কোনো সাধারণ ফোনে পাইনি। আর বড় ব্যাটারি থাকার কারণে যেখানে ডিভাইস অনেকটা মোটা হয়, সেখানে টিজারে দেখানো ফোনটিকে যথেষ্ট পাতলা বলে মনে হয়েছে।
এর আগে এসেছে Realme GT Concept Phone
গত মে মাসে কোম্পানি রিয়েলমি জিটি কনসেপ্ট ফোন প্রদর্শন করেছিল, যেখানে ১০০০০ এমএএইচ ব্যাটারি ছিল। এই ডিভাইসটিও খুব মোটা বা ভারী ছিল না। এঠি মাত্র মাত্র ৮.৫ মিমি পুরু ছিল এবং ওজন ছিল প্রায় ২০০ গ্রাম।
আশা করা হচ্ছে যে, আসন্ন ১৫০০০ এমএএইচ মডেলে সিলিকন-অ্যানোড প্রযুক্তি ব্যবহার করা হবে। এই প্রযুক্তি কম জায়গা নিয়ে ব্যাটারি ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তবে এটিও ১০,০০০ এমএএইচ মডেলের মতো কোনো কনসেপ্ট ফোন হবে কিনা তা জানতে আমাদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।