Redmi-র ১১ বছর পূর্তিতে আজ ও কাল ভারত লঞ্চ হচ্ছে দু’টি নতুন স্মার্টফোন

ভারতে Redmi আজ ১১ বছরের যাত্রা পূর্ণ করল। ২০১৪ সালের জুলাই মাসে Mi 3 মডেল লঞ্চের মাধ্যমে এই পথচলা শুরু হয়েছিল। আর সেই উপলক্ষে সংস্থাটি আজ ২৩ জুলাই, ও ২৪ জুলাই দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। Redmi-র তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এই ঘোষণা করা হয়েছে। যদিও পোস্ট থেকে ফোনগুলির নাম বা স্পেসিফিকেশন জানা যায়নি।
আজ ও কাল লঞ্চ হবে নতুন Redmi ফোন
কোম্পানির এই অফিসিয়াল টিজার পোস্টে দুটি ফোনের ঝাপসা ছবি দেখা গেছে। এর মধ্যে একটি ফোন সাদা রঙের, অন্যটির রঙ বর্গান্ডি। টিজারে ডিভাইস দুটির ডিজাইন খুব একটা স্পষ্ট না হলেও, Redmi ব্র্যান্ডিং নজর এড়ায়নি।

নতুন Redmi ফোনের ফিচার
আসন্ন রেডমি ফোন দুটিতে কী ফিচার থাকবে তা এখনও জানানো হয়নি। এমনকি এদের দামও সামনে আনা হয়নি। তাই এখনই নিশ্চিত করে এদের বিষয়ে কিছু বলা কঠিন। তবে রেডমি বরাবর ভারতে বাজেট বা মিড-রেঞ্জ সেগমেন্টের স্মার্টফোন লঞ্চ করে, এক্ষেত্রেও অন্যথা হবে না বলে আমাদের অনুমান।
Redmi Note 14 Pro 5G সিরিজের নতুন কালার অপশন এসেছে
কিছুদিন আগেই Redmi ভারতে লঞ্চ করেছে Note 14 Pro 5G এবং Note 14 Pro+ 5G এর স্যাম্পেন গোল্ড কালার অপশন। এর আগে মডেল দুটি স্পেক্টার ব্লু, ফ্যান্টম পার্পেল, এবং টাইটান ব্ল্যাক রঙে পাওয়া যেত।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে ভারতে আসে Note 14 সিরিজ। যার মধ্যে বেস মডেল অর্থাৎ Note 14-এর দাম শুরু হয় ১৭,৯৯৯ টাকা থেকে থেকে। অন্যদিকে, Note 14 Pro এবং Pro+ মডেলের দাম শুরু হয় যথাক্রমে ২৩,৯৯৯ টাকা এবং ২৯,৯৯৯ টাকা থেকে।