Oppo Find X9 Ultra ডুয়েল পেরিস্কোপ ক্যামেরা সহ বাজারে ঝড় তুলবে, থাকবে 7000mAh ব্যাটারি

চলতি বছরের শেষ দিকে বাজারে আসতে চলেছে Oppo Find X9 Ultra। এটি ওপ্পোর সবচেয়ে প্রিমিয়াম মডেল হবে। এছাড়া এই সিরিজের অধীনে Find X9, Find X9+, Find X9 Pro ফোন তিনটিও লঞ্চ হবে। ইতিমধ্যেই আল্ট্রা ভার্সন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। আজ আবার জনপ্রিয় টিপস্টার, ডিজিটাল চ্যাট স্টেশন চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবোতে এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ফাঁস করেছেন। জানা গেছে এতে দুটি পেরিস্কোপ ক্যামেরা থাকবে। এছাড়া স্মার্টফোনটি বিশাল বড় ব্যাটারি সহ লঞ্চ হবে।

Oppo Find X9 Ultra এর ডিসপ্লে ও ক্যামেরা

টিপস্টারের দাবি অনুযায়ী, Oppo Find X9 Ultra এর সামনে দেখা যাবে ৬.৮-ইঞ্চি এলটিপিও ওএলইডি ডিসপ্লে, যার রেজোলিউশন থাকবে ২কে। ফটোগ্রাফির জন্য এতে পাওয়া যাবে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। যেখানে দুটি পেরিস্কোপ লেন্স দেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপ মডেলে আমরা ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (১/১.১-ইঞ্চি) ও ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো সেন্সর (১/১.৩-ইঞ্চি) ব্যবহার হতে দেখেছি। যদিও অন্য দুটি সেন্সর সম্পর্কে এখনও কিছু সামনে আসেনি।

ব্যাটারি

এবছর চীনা স্মার্টফোন ব্র্যান্ডগুলি ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে প্রতিযোগিতায় নেমেছে। ব্যতিক্রম নয় ওপ্পো-ও। আসন্ন ফাইন্ড এক্স৯ আল্ট্রা মডেলে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৭০০০ এমএএইচ ব্যাটারি।

প্রসেসর

পারফরম্যান্সের জন্য Oppo Find X9 Ultra ডিভাইসে ব্যবহার করা হবে SM8850 কোডনেমযুক্ত চিপসেট, যেটি আসলে কোয়ালকমের আসন্ন স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ চিপসেট।

Oppo Find X8 এর দাম ও স্পেসিফিকেশন

আপকামিং Oppo Find X9 Ultra ফোনটি গত এপ্রিলে চীনে লঞ্চ হওয়া Find X8 Ultra-র উত্তরসূরি মডেল হবে। চীনে আগের মডেলের দাম শুরু হয়েছিল প্রায় ৬,৪৯৯ ইউয়ান (প্রায় ৭৬ হাজার) থেকে। এতে ছিল ৬.৮২-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, হ্যাসেলব্লাড টিউনড চারটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৬১০০ এমএএইচ ব্যাটারি এবং স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর।