Airtel গ্রাহকরা জন্য সুখবর, ফিরে এল জনপ্রিয় ৩১৯ টাকার রিচার্জ প্ল্যান

Airtel একটি পুরানো প্রিপেইড প্ল্যান ফিরিয়ে আনল। এই প্ল্যানের দাম ৩১৯ টাকা। আগে এই প্ল্যানটি রিচার্জ করা যেত, তবে ট্যারিফ বৃদ্ধির পর কোম্পানি এটি বন্ধ করে দেয়। এখন টেলিকম টক-এর রিপোর্ট অনুযায়ী, এবার থেকে ফের প্ল্যানটি ফেরত নিয়ে আসা হয়েছে। আর এর ভ্যালিডিটি আগের মতোই রাখা হয়েছে। তবে অন্যান্য সুবিধা কিছুটা কমানো হয়েছে। আসুন Airtel এর ৩১৯ টাকার প্ল্যানের সুবিধা দেখে নেওয়া যাক।
Airtel এর ৩১৯ টাকার রিচার্জ প্ল্যান
আগে এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যেত। তবে এখন গ্রাহকরা রোজ ১.৫ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। আরেকটা বড় পরিবর্তন হল, এখন এখানে ৫জি বোনাস ডেটা মিলবে না। তবে এখনও সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা উপভোগ করবেন গ্রাহকরা। সাথে রয়েছে প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস। এর সঙ্গে দেওয়া হবে ৩০ দিনের জন্য ফ্রি হ্যালোটিউন সাবস্ক্রিপশন। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন।
Jio-র ৩১৯ টাকার প্ল্যান
রিলায়েন্স জিও-ও ৩১৯ টাকার প্ল্যান রিচার্জ করার সুবিধা দেয়। এখানে এক মাসের ভ্যালিডিটি সহ প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যায়। এর সাথে দেওয়া হয় আনলিমিটেড কলিং ও রোজ ১০০ এসএমএস। তবে জিওর প্ল্যানে বাড়তি সুবিধা হিসেবে জিও টিভি আর জিও এআই ক্লাউড স্টোরেজের সাবস্ক্রিপশন পাওয়া যায়।
তুলনার খাতিরে, উভয় প্ল্যানে মোটামুটি একই ধরনের সুবিধা পাওয়া যায়। তবে বিনোদনের জন্য Jio-র ৩১৯ টাকার প্ল্যানটি এগিয়ে। এছাড়া এখানে ক্লাউড স্টোরেজও অফার করা হয়, যা ইমেদ, ভিডিও বা ফাইল সেভ রাখতে দেবে।