6 হাজার টাকার কমে 6 জিবি RAM এর স্মার্টফোন, রয়েছে 5000mAh ব্যাটারি সহ খাস ফিচার

যারা এন্ট্রি লেভেল স্মার্টফোন খোঁজ করছেন, তাদের জন্য Tecno Pop 9 হতে পারে একটি ভালো অপশন। এই ডিভাইসটি এখন ৬,০০০ টাকার কমে পাওয়া যাচ্ছে। আর এই ফোনে আছে এইচডি প্লাস ডিসপ্লে, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও মিডিয়াটেক হেলিও জি৫০ প্রসেসর। Tecno Pop 9 স্মার্টফোনে রয়েছে ৩ জিবি LPDDR4x র‌্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। এর সাথে ৩ জিবি ভার্চুয়াল র‌্যামও সাপোর্ট করবে।

Tecno Pop 9 এর দাম ও অফার

টেকনো পপ ৯ এর লঞ্চের সময় দাম ছিল ৬,৬৯৯ টাকা। তবে এখন অ্যামাজনে এটি পাওয়া যাচ্ছে মাত্র ৬০৯৯ টাকায়। আবার ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্টে ৩০৪ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া এক্সচেঞ্জ অফারে সর্বোচ্চ ৫৭৫০ পর্যন্ত ডিসকাউন্ট মিলবে।

Tecno Pop 9 এর স্পেসিফিকেশন ও ফিচার

টেকনো পপ ৯ ডিভাইসে আছে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজোলিউশন ১৬১২x৭২০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৯০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর পিছনে আছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, আর সামনে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ ক্যাপাসিটি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি ফুল চার্জ দিলে এক দিনের বেশি চলবে বলে দাবি করা হয়েছে। সিকিউরিটির জন্য Tecno Pop 9 স্মার্টফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত। এটি অ্যান্ড্রয়েড ১৪ গো এডিশনে চলবে। সাউন্ডের জন্য এতে DTS সাপোর্ট সহ ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে।