কম দামে বড় স্ক্রিনের স্মার্ট টিভি, Acer ভারতে আনল একগুচ্ছ QLED এবং OLED ডিসপ্লেযুক্ত Google TV

Avatar

Published on:

Acer launches O H G I V series Smart Google TV India

Indkal Technologies (অফিসিয়াল লাইসেন্সধারী) আজ অর্থাৎ ৩১শে মে ভারতীয় বাজারে Acer ব্র্যান্ডিংয়ের অধীনে একগুচ্ছ নতুন Google TV মডেলের ঘোষণা করেছে। এই টেলিভিশন মডেলগুলি একাধিক সিরিজের অধীনে এসেছে, যথা – O, H, G, I, V এবং W। এই প্রত্যেকটি লাইনআপ স্বতন্ত্র বিশেষত্ব এবং টপ-নচ স্পেসিফিকেশন অফার করে। সর্বোপরি প্রতিটি মডেল দুর্দান্ত তথা জোরালো সাউন্ড সিস্টেমের সাথে লঞ্চ হয়েছে। চলুন নয়া Acer Smart TV সিরিজগুলির বিশেষত্ব সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

Acer ব্র্যান্ডিংয়ের একগুচ্ছ নতুন QLED এবং OLED ডিসপ্লে Google TV লঞ্চ হল ভারতে

ইন্দকাল টেকনোলজিস এসার ব্র্যান্ডিংয়ের অধীনে মোট ৬টি সিরিজের ঘোষণা করেছে। এই তালিকায় সামিল রয়েছে – O, H, G, I, V, এবং W লাইনআপ। যার মধ্যে নতুন O-সিরিজের অধীনে ফ্ল্যাগশিপ মডেলগুলিকে লঞ্চ করা হয়েছে। এতে OLED ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং মডেলগুলি ৫৫-ইঞ্চি ও ৬৫-ইঞ্চির ডিসপ্লে সাইজ ভ্যারিয়েন্টে এসেছে। এছাড়া এই লাইনআপের মডেলগুলি বড় উফার সহ ৬০ ওয়াট স্পিকার সিস্টেম অফার করবে।

এসার ব্র্যান্ডটির লক্ষ্য হল, ভারতীয় ক্রেতাদের সাশ্রয়ী মূল্যের টিভি রেঞ্জের সাথে পরিচয় করানো এবং একই সাথে বাজার দখলের লড়াই তো আছেই। এই উদ্দেশ্যে পূরণের জন্য সংস্থাটি QLED প্যানেল যুক্ত V-সিরিজ চালু করেছে৷ আলোচ্য টিভি রেঞ্জের অধীনে – ৩২-ইঞ্চি, ৪৩-ইঞ্চি, ৫০-ইঞ্চি এবং ৫৫-ইঞ্চি ডিসপ্লে সাইজের মডেল অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাজেটের মধ্যে থেকে দুর্দান্ত ফিচার অ্যাক্সেস করতে চান এমন ক্রেতাদের জন্য নিয়ে আসা হয়েছে I এবং G-সিরিজের স্মার্ট টেলিভিশন। আলোচ্য লাইনআপের টিভি মডেলগুলি – মোশন এস্টিমেশন অ্যান্ড মোশন কম্পেনসেশন (MEMC), ডলবি অ্যাটমস সমর্থিত সাউন্ড সিস্টেম, ডলবি ভিশন প্রযুক্তি যুক্ত ডিসপ্লে প্যানেল, ৪কে (4K) আপস্কেলিং, হাই-ব্রাইটনেস সহ আরও অনেক উল্লেখযোগ্য ফিচার সহ এসেছে৷ উল্লেখ্য, I-সিরিজের ৩২-ইঞ্চি এবং ৪০-ইঞ্চি ডিসপ্লে ভ্যারিয়েন্ট দুটি অতিরিক্তভাবে ১৬ জিবি মেমরি অফার করবে।

এসারের নতুন H-সিরিজ স্মার্ট টেলিভিশন রেঞ্জটি একাধিক আকর্ষণীয় ফিচারের সাথে এসেছে। এক্ষেত্রে এই লাইনআপে শক্তিশালী ৭৬ ওয়াট স্পিকার সিস্টেম রয়েছে, যা গ্রাহকদের দুর্দান্ত বেসযুক্ত অডিও অভিজ্ঞতা প্রদান করবে। এছাড়া অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে, ফ্রেমলেস ডিজাইন, অরাল সাউন্ড এবং মোশন সেন্সরও অফার করবে। এই নতুন গুগল টিভি -গুলিকে বিদ্যমান প্রিমিয়াম QLED টিভিগুলির সাথে পাওয়া যাবে, যার মধ্যে W-সিরিজও অন্তর্ভুক্ত৷

Acer এর OLED ও QLED টিভির দাম ও লভ্যতা

ইন্দকাল টেকনোলজিস ঘোষণা করেছে যে এসারের নতুন টেলিভিশন সিরিজগুলির সেলের সময় ভিন্ন থাকবে। এক্ষেত্রে সর্বপ্রথম I-সিরিজকে বিক্রির জন্য উপলব্ধ করা হবে। আগ্রহীদের জানিয়ে রাখি, আলোচ্য লাইনআপ অধীনস্ত মডেলগুলিকে আগামী ৬ই জুন থেকে সমস্ত চ্যানেলে ওপেন সেলে পাওয়া যাবে। আর এদের দাম শুরু হবে ১৩,৯৯৯ টাকা থেকে।

সঙ্গে থাকুন ➥