যেমন সাউন্ড তেমন পিকচার কোয়ালিটি, ভারতে একঝাঁক নয়া 4K QLED টিভি লঞ্চ করল Haier

Avatar

Published on:

Haier 4K QLED TV S9QT Series Launched

জনপ্রিয় বৈদ্যুতিন ভোগ্যপণ্য নির্মাতা হায়ার (Haier) ভারতীয় বাজারে একঝাঁক নতুন 4K QLED টিভি লঞ্চ করেছে। কোম্পানির এই হাই-এন্ড S9QT টিভি সিরিজটি আকর্ষণীয় স্পেসিফিকেশন এবং ফিচার অফার করে। এই লাইনআপে ৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চি- এই দুটি আকারের মডেল অন্তর্ভুক্ত রয়েছে। হায়ারের নয়া টিভিগুলি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ কিউএলইডি ডিসপ্লে, ডলবি ভিশন আইকিউ সার্টিফিকেশন, ৩০ ওয়াট ফ্রন্ট ফায়ারিং স্পিকার এবং কোয়াড কোর ARM A73 সিপিইউ-এর সাথে এসেছে। আসুন তাহলে Haier S9QT TV সিরিজের দাম ও সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতে Haier S9QT টিভি সিরিজের দাম ও লভ্যতা

হায়ার এস৯কিউটি টিভি সিরিজ দুটি ডিসপ্লে আকারে এসেছে – ৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চি। ভারতীয় বাজারে এটির দাম ৬৯,৯৯৯ টাকা থেকে শুরু হয়, আর এর বড় ভ্যারিয়েন্টের মূল্য ৯১,৯৯০ টাকা। তাই যারা নতুন ৪কে কিউএলইডি টিভি কিনতে আগ্রহী, তারা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা নিকটস্থ রিটেইল স্টোর থেকে এটি কিনতে পারবেন।

Haier S9QT টিভি সিরিজের স্পেসিফিকেশন ও ফিচার

হায়ার তাদের লেটেস্ট এস৯কিউটি সিরিজের কিউএলইডি (QLED) টিভিগুলিতে প্রিমিয়াম ভিউয়িং এক্সপিরিয়েন্স অফার করার প্রতিশ্রুতি দিয়েছে। এই টিভিগুলিতে স্লিম বেজেল সহ স্লিপ মেটালিক ডিজাইন দেখা যায়। স্লিম ফর্ম ফ্যাক্টর থাকা সত্ত্বে+ও, এগুলি কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্যে পরিপূর্ণ। নতুন কিউএলইডি টিভিগুলি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন আইকিউ সার্টিফিকেশন, এইচডিআর এবং ওয়াইড কালার গ্যামেট সাপোর্ট অফার করে। এছাড়া, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সাথে হাই কনট্রাস্ট রেশিও এবং লোকাল ডিমিং সহ এমএএমসি (MEMC) প্রযুক্তি যুক্ত রয়েছে।

অডিওর জন্য, হায়ারের নতুন ৪কে (4K) টিভিগুলি ডলবি অ্যাটমস সাউন্ড এবং ৩০ ওয়াট ফ্রন্ট ফায়ারিং স্পিকার দ্বারা সজ্জিত। Haier S9QT টিভি সিরিজটি গেমারদের জন্যও দুর্দান্ত, কারণ এটিতে একটি ডেডিকেটেড গেমিং মোডও রয়েছে যা একটি গেমিং কনসোল প্লাগ ইন করা হলে সক্রিয় হয়৷ নতুন টিভিটি টিইই ১.৩ গিগাহার্টজ (TEE 1.3Ghz) সহ একটি কোয়াড কোর এআরএম এ৭৩ সিপিইউ দ্বারা চালিত, যার সাথে জি৫২ এমসি১ জিপিইউ-টি যুক্ত রয়েছে। মেমরির জন্য, Haier S9QT ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ফ্ল্যাশ স্টোরেজ অফার করে। টিভিগুলির কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে সামিল রয়েছে ওয়াই-ফাই ৫, ক্রোমকাস্ট, ব্লুটুথ ৫.১, এইচডিএমআই ২.১ এবং ইউএসবি ২.০ পোর্ট।

সঙ্গে থাকুন ➥