খুচরো পয়সায় স্বপ্নপূরণ, ছ’বছর ধরে তিল তিল করে জমানো কয়েন দিয়ে স্কুটার কিনলেন যুবক

Avatar

Published on:

Assam Man Buys Dream Scooter

কথায় আছে, ‘কষ্ট করলে, কেষ্ট মেলে’! এবার তেমনই এক নিদর্শন দেখা গেল ভারতের পূর্বাঞ্চলের রাজ্য আসামে। সইদুল হক নামে এক ব্যবসায়ী ৬ বছর ধরে তিল তিন করে জমানো কষ্টার্জিত অর্থে কিনে ফেললেন তার স্বপ্নের নতুন স্কুটার। নতুন দু’চাকা কেনার লক্ষ্যপূরণে বিগত ছ’বছর ধরে তিনি মাটির ভাড়ে খুচরো পয়সা জমিয়ে গিয়েছেন। এবারে যার সুফল পেলেন হাতেনাতে।

খুচরো কয়েন জমিয়ে কিনলেন নতুন টু-হুইলার

সংবাদ সংস্থা এএনআই এর সূত্রের খবর, আসামের গুয়াহাটিতে সইদুল একটি দোকান চালান। বেশ কয়েক বছর আগেই তিনি একটি টু-হুইলার কেনার স্বপ্ন দেখেছিলেন। ছ বছর ধরে তিনি বিভিন্ন মাটির ভার ও বোয়েমে রেজগি জমানো শুরু করেন। তবে এহেন ঘটনা এই প্রথমবার নয়। কয়েক বছর আগে আসামের অন্য এক ব্যক্তি এই একইভাবে অর্থ সঞ্চয় করে একটি ব্র্যান্ড নিউ স্কুটার কিনেছিলেন।

কীভাবে কিনলেন স্কুটারটি

তবে সইদুলের স্কুটার কেনার গল্পে একটু ট্যুইস্ট রয়েছে। বিগত ছ’বছর ধরে সে যে খুচরো পয়সা জমিয়েছেন, সেই সমস্ত কয়েন নিয়েই তিনি হোন্ডার শোরুমে যান স্কুটার কিনতে। ফলে স্বভাবতই এতো খুচরো কয়েন কে গুনবে, সে চিন্তায় শোরুমের কর্মী এবং অন্যান্য ক্রেতারা তাঁর হকচকিয়ে যান।

পরে অবশ্য আইনের মারপ্যাঁচে কথা ভেবে স্কুটার বিক্রিতে কোনো অমত করেননি শোরুম কর্তৃপক্ষ এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সইদুলের সাথে আউটলেটের কর্মীরা কয়েন গোনার কাজে হাত লাগান। কিন্তু এমন ক্ষেত্রে শোরুমের তরফে টু-হুইলার বিক্রি করতে অস্বীকার করার কথাও অতীতে শোনা গিয়েছিল। সেক্ষেত্রে ক্রেতাকে হতাশ হয়েই ফিরে আসতে হয়েছে। তাই সইদুলকে যথেষ্ট ভাগ্যবান বলতেই হয়।

সঙ্গে থাকুন ➥