মাত্র 14 টাকা খরচে 100 কিমি চলবে, Okinawa নতুন আপডেটের সঙ্গে স্কুটার লঞ্চ করল

Avatar

Published on:

Okinawa Praise Ipraise Plus Scooters Launched Okinawa Praise Pro

গুরুগ্রামের ইলেকট্রিক টু-হুইলার প্রস্তুতকারী সংস্থা ওকিনাওয়া অটোটেক (Okinawa Autotech) তাদের Praise পরিবারে একগুচ্ছ নতুন রঙ যোগ করার কথা ঘোষণা করল। Okinawa Praise Pro এবং Okinawa iPraise+ ব্যাটারি চালিত স্কুটার দুটি এখন আটটি নতুন পেইন্ট স্কিমে বেছে নেওয়া যাবে – ইলেকট্রিক গ্রীন, ওশান ব্লু, মউভ পার্পেল, লিকুইড মেটাল, মিলিটারি গ্রীন, মোচা ব্রাউন, সিফোম গ্রীন এবং সান অরেঞ্জ। নতুন কালার অপশন লঞ্চ হওয়ার ফলে ক্রেতারা স্কুটার কেনার ক্ষেত্রে আরও বেশি রঙের ফায়দা তুলতে পারবেন।

Okinawa Praise সিরিজে নয়া কালার অপশন যোগ

নতুন কালার অপশন ছাড়া ওকিনাওয়া ইলেকট্রিক স্কুটারগুলির কারিগরি ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটানো হয়নি। প্রেইজ প্রো-তে উপস্থিত অল এলইডি লাইটিং, রিজেনারটিভ ব্রেকিং সহ ই-এবিএস, ডিজিটাল কনসোল, ইউএসবি চার্জিং পোর্ট এবং ওয়াক অ্যাসিস্ট্যান্স। এর ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে সময় নাই ৩ থেকে ৪ ঘন্টা। প্রতি ঘন্টায় স্কুটারটি ৫৬ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ তুলতে সক্ষম। সম্পূর্ণ চার্জে রেঞ্জ ১৩৭ কিলোমিটার। প্রতি কিমি চালাতে মাত্র ১৪ পয়সা খরচ বলে দাবি করেছে সংস্থা।

Okinawa Praisepro Ipraise Plus Scooters Launched

প্রসঙ্গত, সম্প্রতি ওকিনাওয়া ভারতের প্রথম ই-স্কুটার ব্র্যান্ড হিসাবে ২.৫ লক্ষ ইলেকট্রিক স্কুটার উৎপাদনের মাইলফলক স্পর্শ করেছে। ছয় বছরে এই সাফল্যের মুখ দেখেছে সংস্থা। ২০১৭-তে তারা প্রথম মডেল হিসাবে Ridge ই-স্কুটারটি লঞ্চ করেছিল। দেশের বিভিন্ন রাজ্যে ৫৪০-এর বেশি 3S টাচপয়েন্ট চালু করেছে সংস্থাটি।

Okinawa-র Fame II ভর্তুকি বন্ধ করেছে কেন্দ্র

সূত্রের খবর, ভারতের কেন্দ্রীয় সরকার একাধিক বৈদ্যুতিক টু-হুইলার নির্মাণকারী সংস্থাকে আর্থিক ভর্তুকি দেওয়া বন্ধ রেখেছে। যার মধ্যে একটি হল ওকিনাওয়া অটোটেক। অভিযোগ সংস্থাগুলি সরকারের থেকে ফেম-টু ভর্তুকি গ্রহণ করার ক্ষেত্রে বেআইনি পথ অবলম্বন করেছিল। তাই পরবর্তী পদক্ষেপ হিসেবে, সরকার প্রদান করা ইনসেন্টিভ ফেরত নেওয়ার ব্যবস্থা করছে। যদিও ওকিনাওয়া-র দাবি, তারা নিয়ম মেনেই ভর্তুকির অর্থ দিয়ে ক্রেতাদের সুযোগ-সুবিধা প্রদান করেছে।

ওকিনাওয়া ছাড়াও অন্যান্য সংস্থার বিরুদ্ধে সরকার আর্থিক তছরুপের অভিযোগ এনেছে। সেগুলি হল – Hero Electric, Benling, Okaya, Jitendra New EV, Greaves Electric Mobility, Revolt Intellicorp, Avon Cycles, Lohia Auto, Kinetic Green Energy সহ আরও অন্যান্য কোম্পানি।

সঙ্গে থাকুন ➥