TVS Apache-র বিক্রি ব্যাপক বাড়ল, Bajaj Platina ও Pulsar সিরিজের উত্থান চোখে পড়ার মত

Avatar

Published on:

Top 10 Two Wheelers in August 2022

প্রকাশিত হল আগস্টে ভারতে টু-হুইলার বিক্রির হিসাব-নিকাশ। বরাবরের মতো এবারের চিত্রটিও যেন ভীষণ চেনা। সমস্ত প্রতিপক্ষকে পেছনে ফেলে তালিকার শীর্ষস্থান দখল করেছে Hero Splendor সিরিজ। গত মাসে সব মিলিয়ে এর ২,৮৬,০০৭ ইউনিট বিক্রি হয়েছে। তুলনাস্বরূপ আগের বছর ওই সময়ে স্প্লেন্ডারের বেচাকেনার পরিমাণ ছিল ২,৪১,৭০৩। ফলে এবারে বিক্রিতে ১৮.৩% উত্থান ঘটেছে।

তালিকার দ্বিতীয় স্থানটি দখল করেছে দেশের জনপ্রিয়তম স্কুটার Honda Activa। গত মাসে এটি ২,২১,১৪৩ জন নতুন ক্রেতার মুখ দেখেছে। আগের বছর আগস্টে এটি ২,০৪,৬৫৯ ইউনিট বিক্রি হওয়ায়, এবারে বেচাকেনায় ৮% অগ্রগতি ঘটেছে। এরপর রয়েছে Honda CB Shine। ১২৫ সিসির বাইকটি গত মাসে মোট ১,২০,১৩৯ জন ক্রেতা বাড়ি নিয়ে এসেছেন।

চার নম্বরে জায়গা করে নিয়েছে Bajaj Platina। মাসে মোট ৯৯,৯৮৭ জন গ্রাহকের গ্যারেজে ঠাঁই পেয়েছে বাইকটি। আগের বছর ওইসময়ে ৫৬,৬১৫ ইউনিট বিক্রি হওয়ায় এবারে এটি ৭৬.৬% বেশি ক্রেতার হদিশ পেয়েছে। পরের স্থানে রয়েছে Bajaj Pulsar সিরিজ। গত মাসে এটি ৯৭,১৩৫ ইউনিট বিক্রি হয়েছে। ২০২১-এর ওই মাসে ৬৬,১০৭ জন ক্রেতা বেছে নিয়েছিল পালসার সিরিজের বাইক। ফলে এবারে ৪৬.৯% বিক্রি বৃদ্ধি পেয়েছে।

ষষ্ঠ স্থানের দখলদার Hero HF Deluxe। আগস্টে এর বেচাকেনার পরিমাণ ৭২,২২৪। তবে ২০২১-এর আগস্টের তুলনায় এর বেচাকেনায় ৩৬.৯% পতন ঘটেছে। এরপর তালিকায় জায়গা পেয়েছে TVS Jupiter। এটি কিনেছেন ৭০,০৭৫ জন ক্রেতা। তবে অষ্টম স্থানে জায়গা পেয়েছে TVS Apache রেঞ্জ। গত মাসে সংস্থা মোট ৪০,৫২০ জন নতুন ক্রেতার হাতে অ্যাপাচির চাবি তুলে দিয়েছে। তবে আগের বছর আগস্টে ১৬,৪২৩ ইউনিট বিক্রি হওয়ায় এবারে বেচাকেনা ১৪৬.৭% এগিয়ে গিয়েছে। নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে Suzuki Access ও TVS XL 100। অগাস্টে মাসে স্কুটার ও মোপেডটির যথাক্রমে ৪০,৩৭৫ ও ৩৬,৪৮৯ ইউনিট বিক্রি হয়েছে।

সঙ্গে থাকুন ➥