বাজারে ফের Pulsar এর রমরমা, Bajaj এর এই বাইকের ব্যাপক বিক্রি

Avatar

Published on:

অক্টোবরে ভারতের গাড়ি শিল্প ব্যবসার ক্ষেত্রে ব্যাপক উত্থানের সাক্ষী থেকেছে। ছোট-বড় সকল সংস্থার মুখেই চওড়া হাসি প্রস্ফুটিত হয়েছে। তেমনই বাজাজ অটো (Bajaj Auto)-ও তাদের বিক্রি বৃদ্ধির খবর শুনিয়েছিল। গত মাসে তারা মোট ১,১৩,৮৭০ ইউনিট মোটরসাইকেল ও স্কুটার বিক্রি করেছে। যার মধ্যে সংস্থার ১২৫-২৫০ সিসির মোটরসাইকেলগুলি সবচেয়ে বেশি অবদান রেখেছে।

এই মডেলগুলি হল – Pulsar 125, Pulsar NS125, Pulsar 150, Pulsar N160, Pulsar NS160, Pulsar NS200, Pulsar RS200, Pulsar N250 ও Pulsar F250। গত মাসে পালসারের এই মডেলগুলি সম্মিলিতভাবে মোট ১,১৩,৮৭০ ইউনিট বিক্রির কৃতিত্ব রেখেছে। যেখানে আগের বছর ওইসময়ে এদের বেচাকেনার অঙ্ক ছিল ৮৬,৫০০ ইউনিট। অর্থাৎ বাজারে ফের পালসার সিরিজের রমরমা।

তালিকার দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে Bajaj Platina। অক্টোবরে এটি মোট ৫৭,৮৪২ জন গ্রাহক বাড়ি নিয়ে এসেছে। এক্ষেত্রে আগের বছর অক্টোবরে প্লাটিনা বিক্রি হয়েছিল অনেকটাই বেশি। যা ৮৪,১০৯ ইউনিট। আবার তিন নম্বরে থাকা CT (১০০-১২৫ সিসি) এর বিক্রিতেও ঘাটতি দেখা গেছে।

গত মাসে এই রেঞ্জের বাইকগুলির মোট ১৬,৮৯১টি মডেল বিক্রি হয়েছে। যেখানে আগের বছর ওই সময়ে এটি বিক্রি হয়েছিল ১৮,০৮৪। এদিকে বাজাজ সদ্য Pulsar P150 লঞ্চ করেছে। যদিও বর্তমানে এটি কেবলমাত্র কলকাতায় সংস্থার শোরুম থেকেই কেনা যাচ্ছে। তবে খুব শীঘ্রই দেশের অন্যান্য শহরেও বাইকটি লঞ্চ হবে। এছাছাও, সংস্থার তরফে চলতি মাসেই Pulsar 125 Carbon Fibre এডিশন লঞ্চের ঘোষণা করা হয়েছে।

সঙ্গে থাকুন ➥