Honda-র প্রথম ইলেকট্রিক স্কুটার ভারতে স্বমহিমায় দেখা গেল, সাধারণ ক্রেতাদের জন্য লঞ্চ কবে?

Avatar

Published on:

জাপানি বহুজাতিক টু-হুইলার ব্র্যান্ড হোন্ডা (Honda) ভারতে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) লঞ্চের পূর্বাভাস দিল। মডেলটি নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনার দানা বেঁধেছে। যার নাম Honda Benly e। সম্প্রতি ট্রায়াল চলাকালীন বেঙ্গালুরুর রাস্তায় ক্যামোফ্লেজ ছাড়াই স্কুটারটি দেখা গিয়েছে। উল্লেখ্য, গত বছর জুন মাসেও পরীক্ষা চালানোর সময় ক্যামেরাবন্দি হয়েছিল এটি। উপরন্তু, এবারে ডিলারের নম্বর প্লেট সহ দেখা গেছে। ফলে লঞ্চের সম্ভাবনা প্রবলতর হয়ে উঠেছে।

রাগেড ডিজাইনের Honda Benly e বিজনেস-টু-বিজনেস বা B2B অর্থাৎ ডেলিভারি বা লজিস্টিক্স সেগমেন্টকে লক্ষ্য করে আনা হবে। আবার অনেকের মতে ভারতে হোন্ডার সোয়াপেবল ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসার এটি পরীক্ষামূলক পর্ব। অর্থাৎ বদলযোগ্য ব্যাটারি সহ এদেশের রাস্তায় চালিয়ে Benly e চালিয়ে পরখ করে দেখে নিচ্ছে সংস্থা। ইতিমধ্যেই ভারতের অন্যতম তেল বিপণন কোম্পানি হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বা HPCL-এর সাথে গাঁটছড়া বেধেছে হোন্ডা। উদ্দেশ্য সমগ্র দেশে এইচপিসিএল-এর পেট্রোল পাম্পে ব্যাটারি সোয়াপিং স্টেশন বসানো।

Honda Benly e Electric Scooter spied testing

প্রসঙ্গত, এই বৈদ্যুতিক স্কুটারটির হল প্রথাগত জ্বালানির Honda Benly -র ব্যাটারি চালিত ভার্সন। ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে এটি লঞ্চ করেছে হোন্ডা। যা চারটি ভ্যারিয়েন্টে উপলব্ধ – Honda Benly e I, Benly e I Pro, Benly e II ও Benly e II Pro। প্রথম দুটি মডেল একটি ২.৮ কিলো ওয়াট মোটরে ছোটে। যা থেকে ১৩ এনএম আউটপুট মেলে।

Honda Benly e II ও Benly e II Pro -তে আছে ৪.২ কিলোওয়াট ইলেকট্রিক মোটর। যা থেকে ১৫ এনএম টর্ক উৎপন্ন হয়। হোন্ডার সোয়াপেবল ব্যাটারি সহ e I ভ্যারিয়েন্ট দুটি সম্পূর্ণ চার্জে ৮৭ কিমি পথ চলতে পারে। যেখানে e II মডেল জোড়ার রেঞ্জ ৪৩ কিমি। হোন্ডা তার প্রথম ই-স্কুটার কবে নাগাদ লঞ্চ করবে তা জানা যায়নি। এদিকে তারা দেশের জনপ্রিয়তম স্কুটি Activa-র বৈদ্যুতিক ভার্সন আনার কথা নিশ্চিত করেছে। ২০২৩-এর মধ্যে Honda Activa E বাজারে পা রাখবে বলে অনুমান।

সঙ্গে থাকুন ➥