বিশাল বড় স্ক্রিনের Redmi Pad আগামী মাসেই বাজারে আসছে, থাকবে শক্তিশালী ৭৮০০ mAh ব্যাটারি

Avatar

Published on:

Redmi Pad launch timeline

Xiaomi শীঘ্রই বাজারে তাদের একটি নতুন ট্যাবলেট লঞ্চ করতে চলেছে। Redmi Pad নামে এটি আত্মপ্রকাশ করবে। বিগত কয়েক মাস ধরে এই ট্যাবলেট সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছে। এখন আবার এই ট্যাবের লঞ্চের সময় সামনে এল। পাশাপাশি Redmi Pad এর কালার অপশন ও স্টোরেজ কনফিগারেশন সম্পর্কে জানা গেছে।

Redmi Pad আগামী মাসে লঞ্চ হবে

এর আগের একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, রেডমি প্যাড এই সপ্তাহেই বাজারে আসবে। তবে টেক গোয়িং তাদের প্রতিবেদনে বলেছে যে, নয়া ট্যাবটি অক্টোবরে লঞ্চ হবে। এছাড়া প্রাইসবাবা-ও তাদের রিপোর্টে একই দাবি করেছে। তারা একজন বিশ্বস্ত টিপস্টারের থেকে এই তথ্য পেয়েছে বলে জানিয়েছে।

রিপোর্টে রেডমি প্যাড এর কালার ও স্টোরেজ অপশনের বিষয়েও জানানো হয়েছে। এটি গ্রাফাইট গ্রে, মিন্ট গ্রীন ও মুনলাইট সিলভার কালারে আসবে। আর দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এগুলি হল ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট।

এছাড়া Redmi Pad এর সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে বললে, এতে ১১.২ ইঞ্চি এলসিডি প্যানেল দেখা যাবে, যা 2K রেজোলিউশন অফার করবে। এতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে MediaTek MT8781 প্রসেসর। আবার ট্যাবটি ৭,৮০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যা ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ট্যাবলেটটির পিছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হবে।

সঙ্গে থাকুন ➥