Jawa 42 Bobber: জাওয়া ভারতের সবচেয়ে সস্তা ববার বাইক লঞ্চ করে চমকে দিল, জেনে নিন দাম ও ফিচার্স

Avatar

Published on:

Jawa 42 Bobber Launched in India

উমার আগমনে শরতের ধরিত্রী করুণাময়ী রূপে সেজে উঠেছে। আট থেকে আশি পুজোর আনন্দে মশগুল। এরই মধ্যে ববার বাইকপ্রেমীদের জন্য খুশির খবর শোনালো ক্লাসিক লেজেন্ডসের অধীনস্থ সংস্থা জাওয়া (Jawa)। ভারতের বাজারে সংস্থাটি তাদের ববার বাইক Jawa 42 Bobber লঞ্চ করল। যার দাম ২.০৬ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। এবং টপ এন্ড মডেলটির মূল্য ২.০৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। মূল্যের বিচারে এটিই বর্তমানে ভারতের সবচেয়ে সস্তার ববার স্টাইলের মোটরসাইকেল। 42 Bobber তিনটি ভ্যারিয়েন্টে এসেছে। এদের মধ্যে ফারাক বলতে মূলত পেইন্ট স্কিম।

বর্তমানে Jawa 42 Bobber-এর টেস্ট রাইডের জন্য আবেদন নেওয়া হচ্ছে। সামনের সপ্তাহের শুরু থেকে সমগ্র ভারতের Jawa Yezdi ডিলারশিপ থেকে এর ডেলিভারি দেওয়া শুরু হবে। বাইকটি তিনটি রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে – মিস্টিক কুপার, মুনস্টন হোয়াইট এবং জ্যাসপার রেড (ডুয়েল টোন)। মডেলটি সম্পর্কে জাওয়ার বক্তব্য, এটি কেবলমাত্র ডিজাইন এবং স্টাইলিংয়ের দিক থেকে ববার গোত্রীয় নয়, পারফম্যান্স এবং কারিগরি ক্ষেত্রেও বেশ উন্নত।

Jawa 42-এর উপর ভিত্তি করে তৈরি Jawa 42 Bobber হল সংস্থার লাইনআপে দ্বিতীয় ববার মডেল। অন্যটি হল সংস্থার ফ্ল্যাগশিপ ববার Jawa Perak। বাজারে এর বিক্রি যৎসামান্যই। কারণ বাইকটিতে বাস্তবতার বেশ খামতি রয়েছে। তবুও স্টাইলিংয়ের জন্য এর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। যে সমস্ত ক্রেতা Perak-এর মূল্যের বোঝা সামলাতে অক্ষম অথচ সপ্তারে ছুটির দিনগুলিতে ববার বাইকে রাইডিংয়ের স্বপ্ন দেখেন, তাঁদের জন্য 42 Bobber সেরা পছন্দ হয়ে উঠতে পারে।

সামান্য বডিওয়ার্ক যুক্ত Jawa 42 Bobber-এ উপস্থিত চপ্ড-আপ ফেন্ডার, নিচু সিঙ্গল সিট, চওড়া টায়ার এবং অনন্য পেইন্ট স্কিম। গোলাকৃতি হেডল্যাম্প বাইকটির ডিজাইনে অন্য মাত্রা যোগ করেছে। এছাড়া রয়েছে নতুন হ্যান্ডেল বার, নতুন ফুয়েল ট্যাঙ্ক, ক্লক কনসোল এবং সম্পূর্ণ নতুন সিট। রেট্রো স্পর্শ দিতে ফুয়েল ট্যাঙ্কে আছে কার্ভড নি রেসেস। ট্যাঙ্কটি গ্রিপ করতে যা চালককে সহায়তা করবে। ফেন্ডার এবং সাইড প্যানেলে কালো পেইন্ট স্কিম নজরে পড়েছে। 42 Bobber-এ রয়েছে ৩৩৪ সিসি ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ ৩০.৬৪ পিএস শক্তি এবং ৩২.৭৪ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৬-স্পিড গিয়ারবক্স।

সঙ্গে থাকুন ➥