নজরকাড়া লুকের সাথে ভারতে এল BMW R18, পাবেন বৃহত্তম বক্সার মোটর

Avatar

Published on:

BMW Motorrad India আজ ভারতে কোম্পানির ফ্ল্যাগশীপ ক্রুজার মোটরবাইক BMW R18 লঞ্চ করেছে। বাইকটি স্ট্যান্ডার্ড ভার্সান এবং ফার্স্ট এডিশান এই দুটি মডেলে উপলব্ধ হবে। স্ট্যান্ডার্ড ভার্সানের দাম রাখা হয়েছে ১৮.৯০ লক্ষ টাকা। অপরদিকে R18 ফার্স্ট এডিশানের দাম ২১.৯০ লক্ষ টাকা৷ প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে BMW Motorrad BMW R18 ক্রুজার বাইকটিকে গ্লোবালি লঞ্চ করা হয়েছিল।

BMW R18 বাইকটির ১,৮০২ সিসির টুইন সিলিন্ডার বক্সার ইঞ্জিন হল BMW Motorrad দ্বারা নির্মিত এখনো পর্যন্ত বৃহত্তম বক্সার মোটর। এটি ৪,৭৫০ আরপিএমে ৯১ হর্সপাওয়ার এবং ৩,০০০ আরপিএমে ১৫৭ এনএম টর্ক উৎপন্ন করে। BMW দাবী করেছে, এটি মাত্র ৪.৮ সেকেন্ডেই গতি ০-১০০ কিমি/ঘন্টা এক্সেলারেট করতে পারে৷

স্টাইলের দিক থেকে বাইকটি BMW Motorrad এর 1936 R5 বাইকটি থেকে অনুপ্রাণিত। R5 বাইকটির মতো R18 এ আছে প্রায় অবিকল দেখতে টিয়ারড্রপ ফুয়েল ট্যাঙ্ক, টুইন ফিসটেইল টাইপ এক্সহস্ট সিস্টেম এবং হার্ডটেল স্টাইলযুক্ত ফ্রেম।

বাইকটিতে হ্যালোজেন হেডল্যাম্প এবং অ্যানালগ ইন্সট্রুমেন্ট কনসোল দেওয়া হয়েছে৷ বাইকটিতে আছে ড্রাগ টর্ক কন্ট্রোল, রেইন, রোল এবং রক রাইডিং মোড এবং অটোমেটিক স্টেবিলিটি কন্ট্রোল। এছাড়া BMW First Edition ভ্যারিয়েন্টে আছে হিল-স্টার্ট কন্ট্রোল, অ্যাডাপ্টিভ হেডলাইট এবং রিভার্স অ্যাসিস্টের মতো ফিচার৷ BMW, R18 এর সাথে কাস্টোমাইজেশনের বিকল্পও অফার করছে৷ যেমন- কাস্টম মেড সিট, এক্সহস্ট সাইড প্যানেল এবং হ্যান্ডেলবার৷ BMW R18 এর মুখ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে ভারতে উপলব্ধ সম্প্রতি লঞ্চ হওয়া Triumph Rocket 3 GT৷

সঙ্গে থাকুন ➛