২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ Redmi Note 12 Pro+ 5G ভারতে লঞ্চ হচ্ছে ৫ জানুয়ারি

Avatar

Published on:

Redmi Note 12 Pro+ 5G Launch Date January 5

আগামী ৫ জানুয়ারি ভারতে লঞ্চ হচ্ছে Redmi Note 12 Pro+ 5G। আজ রেডমি ইন্ডিয়া তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও টুইটার অ্যাকাউন্ট থেকে এই ফোনের লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। পাশাপাশি এতে ২০০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত মাসে Redmi Note 12 সিরিজ চীনে লঞ্চ হয়েছে। এই সিরিজের অধীনে Redmi Note 12, Note 12 Pro এবং Note 12 Pro+ ফোনগুলি বাজারে এসেছে।

Redmi Note 12 Pro+ 5G ভারতে লঞ্চ হচ্ছে ৫ জানুয়ারি

রেডমি ইন্ডিয়া আজ নিশ্চিত করেছে, আগামী মাসে অর্থাৎ ৫ জানুয়ারি রেডমি নোট ১২ সিরিজ ভারতে আসবে। ওইদিন দুপুর ১২টায় সিরিজটি আত্মপ্রকাশ করবে। যদিও কেবল রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি ভারতে লঞ্চ হবে বলে জানান হয়েছে। তবে সিরিজের অন্যান্য ফোনগুলি নিয়ে কিছু জানানো হয়নি। কোম্পানি ওই দিন SuperNote ইভেন্টের আয়োজন করেছে।

রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি সম্পর্কে বললে, এতে আছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪০০ x ১০৮০ পিক্সেল) ওলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর।

আবার Redmi Note 12 Pro+ 5G ফোনের পিছনে তিনটি ক্যামেরা সেন্সর উপস্থিত, এই ক্যামেরাগুলি হল ১/১.৪ ইঞ্চির ২০০ মেগাপিক্সেলের Samsung ISOCELL HPX প্রাইমারি সেন্সর। এই সেন্সরটি এএলডি আবরণ, এফ/১.৬৫ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ এসেছে। আর বাকি দুটি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

সঙ্গে থাকুন ➥