চীনের উপর থেকে ভরসা উঠছে, ভারতে 57380 কোটি টাকার iPhone তৈরি করল Apple

Avatar

Published on:

Apple Manufactured 7 Billion Dollars iPhones

ক্যালিফোর্নিয়াভিত্তিক টেক জায়ান্ট Apple এখনও পর্যন্ত চীনে সবচেয়ে বেশি ডিভাইস উৎপাদন করলেও, সম্প্রতি তাদের ব্যবসায়িক কৌশলে বদল দেখা গেছে। এখন তাদের লক্ষ্য বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন মার্কেট ভারত। জানা গেছে, গত অর্থবছরে ভারতে ৭ বিলিয়ন ডলারের (প্রায় ৫৭ হাজার ৩৮০ কোটি টাকা) বেশি মূল্যের iPhone অ্যাসেম্বল করেছে Apple। রিপোর্ট অনুযায়ী, বিশ্বের দ্রুত বর্ধনশীল স্মার্টফোন বাজার ভারতে Apple তাদের ডিভাইসের উৎপাদন তিনগুণ বাড়িয়েছে। 

রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতে ফক্সকন টেকনোলজি গ্রুপ এবং পেগাট্রন কর্পোরেশনের মাধ্যমে Apple এই মুহূর্তে তাদের প্রায় ৭% আইফোন অ্যাসেম্বল করছে। যেখানে ২০২১ সালে বিশ্বের মোট আইফোন মডেলগুলির মাত্র ১% ভারতে উৎপাদিত হত। প্রসঙ্গত, চীনের ওপর নির্ভরতা কমাতে গত কয়েক বছরে ভারতে নতুন ও পুরাতন সব মডেলের স্মার্টফোন উৎপাদন শুরু করেছে Apple। 

চীনে আইফোন উৎপাদন সমস্যা

কোভিড-১৯ সংক্রান্ত চ্যালেঞ্জের পাশাপাশি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার কারণে অ্যাপলের সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেকারণে টেক জায়ান্টটি চীনের ওপর থেকে নির্ভরতা কমিয়ে আনছে। গত বছর ঝেংঝুতে ফক্সকনের প্রধান ‘আইফোন সিটি’ কমপ্লেক্সে আইফোন উৎপাদন কম হওয়ায় লোকসানের মুখে পড়ে অ্যাপল।

একযোগে দুই দেশে তৈরি হবে নতুন iPhone

অ্যাপল ২০২২-২০২৩ সালের অর্থবছরে ভারত থেকে প্রায় ৫ বিলিয়ন ডলারের আইফোন ইউনিট রফতানি করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় চারগুণ বেশি। ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, এবছর অ্যাপল চীনের পাশাপাশি ভারতেও লেটেস্ট আইফোন মডেলের উৎপাদন শুরু করবে। এবারই প্রথম দুই দেশে একযোগে আইফোনের সর্বশেষ মডেলগুলি অ্যাসেম্বল করা হবে। আর ২০২৫ সালের মধ্যে অ্যাপল তাদের আইফোন মডেলের এক চতুর্থাংশ ভারতে তৈরি করতে পারে। 

সঙ্গে থাকুন ➥