Homeস্মার্টওয়াচCanon ভারতে লঞ্চ করল টেলিফটো জুম লেন্স, পাওয়া যাবে 300mm পর্যন্ত জুম

Canon ভারতে লঞ্চ করল টেলিফটো জুম লেন্স, পাওয়া যাবে 300mm পর্যন্ত জুম

Canon ভারতে তাদের নতুন টেলিফটো জুম লেন্স Canon RF100-300mm লঞ্চ করল। এর অ্যাপারচার এফ/২.৮। এই টেলিফটো লেন্সটি পেশাদার RF মাউন্টের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। Canon এর এই টেলিফটো লেন্সটি ১০০ থেকে ৩০০ মিমি রেঞ্জ কভার করবে। সংস্থার মতে, এই লেন্সটি স্পোর্টস, ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফারদের জন্য আনা হয়েছে। ফটোগ্রাফাররা এর মাধ্যমে দ্রুত শাটার স্পিড পাবেন।

Canon RF100-300mm এর সাথে সর্বোচ্চ এফ/২.৮ অ্যাপারচার পাওয়া যাবে। এই লেন্সের সাহায্যে কোনো মুহুর্তকে ফ্রিজও করা যাবে। বিয়ে বাড়ি বা ফ্যাশন শোতে এই লেন্সের সর্বোত্তম ব্যবহার করা যাবে।

Canon দাবি করেছে RF100-300mm দ্রুত এবং নির্ভুল অটোফোকাস অফার করবে। ভরতে এই লেন্সটির দাম ৯,১৯,৯৯৫ টাকা রাখা হয়েছে এবং আগামী মাস থেকে এর বিক্রয় শুরু হবে।

জানিয়ে রাখি, গত মাসে ক্যানন ইন্ডিয়া (ক্যানন) ভারতের বাজারে একসাথে ১৬টি নতুন অত্যাধুনিক প্রিন্টার লঞ্চ করেছে। পিক্সমা, ম্যাক্সিফাই এবং ইমেজক্লাস সিরিজের অধীনে প্রিন্টারগুলি আনা হয়েছে। এই প্রিন্টারগুলি অ্যাডভান্স ফিচার সহ ভাল প্রিন্ট কোয়ালিটি দেবে।

RELATED ARTICLES

আরও পড়ুন