Ather 450S: সস্তায় ই-স্কুটার আনছে এথার, কড়া টক্করের মুখে পড়তে পারে Honda Activa

Avatar

Published on:

Ather 450S E-Scooter Launch Date

বর্তমানে সস্তায় পেট্রল মডেলের পাশাপাশি কমদামি ইলেকট্রিক স্কুটারের প্রতি ক্রেতাদের উৎসাহ বাড়তে দেখা যাচ্ছে। গ্রাহক সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে এবারে ভারতের প্রথম সারির ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা এথার এনার্জি (Ather Energy) তুলনামূলক কম দামে বৈদ্যুতিক স্কুটার আনতে চলেছে। বাজার ধরতে সংস্থাটি বর্তমানে তাদের 450 লাইনআপের সম্প্রসারণে মনোনিবেশ করেছে। এথার হালে ‘450S’ বলে একটি ট্রেডমার্ক দায়ের করেছে, যা তাদের আসন্ন সাশ্রয়ী মূল্যের ব্যাটারি স্কুটারের নাম বলে মনে করা হচ্ছে। 450X-এর নিচে স্থান পাওয়া Ather 450S এ বছর পুজোর মরসুমে লঞ্চ হতে পারে।

Ather 450S হবে সস্তার ই-স্কুটার

সম্প্রতি এথারের লাইনআপ থেকে বাদ পড়া 450 Plus মডেলটির ঘাটতি পূরণে সহায়তা করবে 450S। এই সস্তার বৈদ্যুতিক স্কুটারটি কেন্দ্রীয় সরকারের ফেম-২ প্রকল্পের সুবিধা পেতে ১.৫ লাখ এক্স-ফ্যাক্টরি মূল্যের মধ্যে বাজারে আনা হবে। ফলে ভর্তুকি পাবেন ক্রেতারা। শোনা যাচ্ছে, Honda Activa-র প্রাইস রেঞ্জে আসতে পারে এটি। বর্তমানে এথার 450X-এর দুটি ভ্যারিয়েন্ট বিক্রি করে – স্ট্যান্ডার্ড এবং প্রো প্যাক।

স্ট্যান্ডার্ড এবং প্রো প্যাক মডেল দুটির দাম যথাক্রমে ১.১৫ লক্ষ টাকা ও ১.৪৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। দামের ফারাক থাকলেও স্কুটার দুটিতে সমান হার্ডওয়্যার এবং ব্যাটারি দেওয়া হয়েছে। শুধু ফিচারে পার্থক্যের কারণে টপ-এন্ড মডেলটির দাম ৩০,০০০ টাকা বেশি।

Ather 450S : স্পেসিফিকেশন

এদিকে Ather 450S-এর বিস্তারিত বৈশিষ্ট্য সম্পর্কে এখনি কোন তথ্য প্রকাশ করেনি সংস্থা। অনুমান করা হচ্ছে। এতে কম ফিচার এবং ছোট ব্যাটারি অফার করা হতে পারে। যা স্কুটারটির দাম কম রাখতে সাহায্য করবে। তবে স্টাইলিংয়ে উল্লেখযোগ্য কোন পরিবর্তন থাকবে না বলেই অনুমান। 450S-এর কালার অপশনে গণ্ডি বেঁধে দেওয়া হতে পারে।

সঙ্গে থাকুন ➥