একসাথে 32 জন করতে পারবেন Video Call, জবরদস্ত ফিচার আনল WhatsApp

Avatar

Published on:

WhatsApp Video Calling Features

চ্যাটিংয়ের পাশাপাশি ইন্টারনেট কলিংয়ের জন্যও বহু স্মার্টফোন ইউজারের ভরসা WhatsApp। বিশেষত নির্বিঘ্নে ভিডিও কল করার জন্য অধিকাংশই Meta মালিকানাধীন এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটিকে বেছে নেন। এদিকে, সাধারণ মানুষের ভিডিও কলের প্রতি এই নির্ভরশীলতাকে নজরে রেখে করোনা অতিমারীর সময় থেকে WhatsApp আরও ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে প্ল্যাটফর্মটিতে ভিডিও কলিংয়ের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল (নির্বাচিত বা লেটেস্ট ফোনে উপলব্ধ), ভয়েস কল সুইচ, কল লিঙ্ক ক্রিয়েট এমনকি স্ক্রিন শেয়ারের মতো ফিচার যুক্ত হয়েছে। তবে, বাজারের নানা ভিডিও কলিং প্ল্যাটফর্মকে টেক্কা দিতে এবং ইউজারদের আরও ভালো কলিং এক্সপিরিয়েন্স দিতে সংস্থা সম্প্রতি নতুন পদক্ষেপ নিয়েছে। WABetaInfo-এর রিপোর্ট অনুযায়ী, এবার থেকে একসাথে ৩২ জন WhatsApp-এ ভিডিও কল করতে পারবেন। এছাড়াও, কিছু বিটা ইউজার আলাদাভাবে ইনভিটেশন মেসেজ পাচ্ছেন বলে জানা গিয়েছে।

ভিডিও কলিংয়ের ক্ষেত্রে আবার নতুন সুবিধা আনল WhatsApp

লকডাউনের সময় থেকেই হোয়াটসঅ্যাপ, ভিডিও কলে অংশগ্রহণকারীর লিমিট বা সংখ্যা বাড়ায়। তবে লেটেস্ট আপডেটের কারণে এবার থেকে হোয়াটসঅ্যাপ উইন্ডোজ ভার্সনে একসাথে ৩২ জন এই প্ল্যাটফর্মে ভিডিও কল করতে পারবেন। এর আগে, সর্বোচ্চ ৮ জন মিলে একটি কল করতে পারতেন।

এক্ষেত্রে উইন্ডোজ অ্যাপটির লেটেস্ট আপডেট ইনস্টল করার পরেই ভিডিও কলিংয়ের এই নতুন ফিচার পরিলক্ষিত হবে। যদিও এখন সবাই এই সুবিধার অ্যাক্সেস পাবেন না, বিটা ইউজাররাই আপাতত এই অপশন কাজে লাগাতে পারবেন। খুব শীঘ্রই এটি আরও ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে ৩২ জন পার্টিসিপেন্ট একসাথে অডিও কল করতে পারতেন

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের নভেম্বরে মেটা (Meta) কর্ণধার মার্ক জুকারবার্গ, অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএসের (iOS) জন্য এই বৈশিষ্ট্যটি ঘোষণা করেছিলেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ, উইন্ডোজ অ্যাপে ৩২ জনের একসাথে ভিডিও কলিং কল করার সুবিধা হালফিলে চালু করলেও, অডিও কলের জন্য তা কিন্তু আগে থেকেই উপলব্ধ রয়েছে।

সঙ্গে থাকুন ➥