Realme: মাত্র 5 বছরে 20 কোটি স্মার্টফোন বিক্রির রেকর্ড, শাওমি-রেডমিকে জোর টক্কর রিয়েলমির

Avatar

Published on:

Realme achives 200 million smartphones sales milestone in just 5 years

২০১৮ সালে প্রতিষ্ঠিত রিয়েলমি (Realme), বিশ্বের স্মার্টফোন মার্কেটে একটি দ্রুত বর্ধনশীল ব্র্যান্ড। কোম্পানিটি আজ ফ্ল্যাগশিপ Realme GT5 Pro স্মার্টফোনের জন্য একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছিল, যেখানে প্রোডাক্ট লঞ্চের পাশাপাশি তারা একটি মাইলফলক পেরোনোর জন্যও উদযাপন করে। চালু হওয়ার মাত্র পাঁচ বছরের মধ্যে রিয়েলমি সারা বিশ্ব জুড়ে ২০০ মিলিয়ন বা ২০ কোটি ফোন বিক্রি করতে সর্মথ হয়েছে। কোম্পানিটি মাত্র তিন বছরে শূন্য থেকে ১০০ মিলিয়ন ইউনিটে এবং আরও দুই বছরে ১০০ থেকে ২০০ মিলিয়ন ইউনিটে পৌঁছেছে। বর্তমান যুগে স্মার্টফোন বাজারের প্রতিযোগিতামূলক প্রকৃতি বিবেচনা করে রিয়েলমির এই সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য।

Realme মাত্র পাঁচ বছরে ২০০ মিলিয়ন ফোন বিক্রি করেছে

রিয়েলমির এই সাফল্যের পিছনে মূল কারণ হতে পারে ফোকাসড প্রোডাক্ট স্ট্র্যাটেজি এবং দ্রুত বাজার সম্প্রসারণ। ব্র্যান্ডটি দুটি ফ্ল্যাগশিপ সিরিজে মনোনিবেশ করে তাদের প্রোডাক্ট লাইনআপকে সুগম করেছে। যারা উচ্চ-পারফরম্যান্স ডিভাইসগুলিকে অগ্রাধিকার দেয় তাদের কথা মাথায় রেখে রিয়েলমি জিটি সিরিজটিকে “পারফরম্যান্স চ্যাম্পিয়ন” হিসাবে ডিজাইন করা হয়েছে৷ অন্যদিকে, নম্বর সিরিজের লক্ষ্য প্রতিযোগিতামূলক মূল্যে ফ্ল্যাগশিপ-গ্রেডের ফিচারগুলি অফার করে মিড-রেঞ্জের মার্কেটে প্রভাব বিস্তার করা। এই ডুয়েল-সিরিজ পদ্ধতি পারফরম্যান্স প্রেমী থেকে মূল্য সচেতন ক্রেতা পর্যন্ত – বিস্তৃত গ্রাহক বেসের চাহিদা পূরণ করে।

এর মার্কেট স্ট্র্যাটিজি ছাড়াও, চীনা বাজারে রিয়েলমির শক্তিশালী পারফরম্যান্স এর বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ব্র্যান্ডটি সাশ্রয়ী মূল্যে উচ্চ মানের প্রোডাক্ট অফার করে এই বাজারে ‘প্রাইস-পারফরম্যান্স লিডার’ হিসাবে নিজের স্থান তৈরি করেছে। গত মাসে, শাওমি (Xiaomi) অধীনস্থ ব্র্যান্ড রেডমিও ঘোষণা করেছে যে তারা গত ১০ বছরে ১ বিলিয়ন স্মার্টফোন বিক্রি করেছে।

জানিয়ে রাখি, আজকের ইভেন্টে ঘোষিত Realme GT5 Pro-তে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ১.৫ রেজোলিউশন সহ ৬.৭৮ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর দ্বারা চালিত এবং এটি ১৬ জিবি পর্যন্ত র‍্যাম ও ১ টিবি স্টোরেজ অফার করে। পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটিতে ১০০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ বড় ৫,৪০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

ফটোগ্রাফির জন্য, Realme GT5 Pro-এর ট্রিপল রিয়ার ক্যামেরা মডিউলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৩x অপটিক্যাল জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফটো লেন্স এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা উপস্থিত রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান। Realme GT5 Pro-এর দাম ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৬,৯৩০ টাকা) এবং ৪,২০০ ইউয়ান (প্রায় ৫০,৫০০ টাকা)-এর মধ্যে রয়েছে। এটি আগামী ১৪ ডিসেম্বর বাজারে বিক্রির জন্য উপলব্ধ হবে।

সঙ্গে থাকুন ➥