Jio কে টেক্কা Airtel এর, লাক্ষাদ্বীপে পাওয়া যাবে হাইস্পিড 5G Plus পরিষেবা

Avatar

Published on:

Airtel 5G Plus in Lakshadweep Now

বেশ কিছুদিন ধরেই লাক্ষাদ্বীপ সম্পর্কিত নানান পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছিল। যার পর থেকেই বিভিন্ন সংস্থা ট্যুরপ্ল্যান সহ লাক্ষাদ্বীপের সাথে জড়িত নানা বিষয়ে অফার দিয়েছে। আর এখন Bharti Airtel ঘোষণা করেছে যে, তারা সর্বপ্রথম লাক্ষাদ্বীপকে 5G ইন্টারনেটের আওতায় আনতে চলেছে। যদিও এর আগে Airtel কিছু কিছু দ্বীপে প্রাথমিক মোবাইল কানেকশন পৌঁছে দিয়েছে। তবে আগাত্তি এবং কাভারত্তিতে পর্যটকরা যাতে ভ্রমণের সময় 5G ইন্টারনেট ব্যবহার করতে পারেন, সেই জন্যই Airtel 5G Plus এই দুই অঞ্চলে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৩ সালে নভেম্বরে টেলিকমিউনিকেশন বিভাগের একটি রিপোর্ট অনুসারে, ২০২৩ সালের অক্টোবরে লাক্ষাদ্বীপ দুটি 5G বিটিএস সংযোজনের সাক্ষী ছিল, যেগুলি কেরালার উপকূলীয় শহর কোচি থেকে প্রায় ২২০ এবং ৪৪০ কিলোমিটার দূরে আরব সাগরে অবস্থিত।

আর Airtel শুধুমাত্র যে এই দ্বীপে সবার প্রথমে 5G ইন্টারনেট পৌঁছে দিয়েছে তাই নয়, তারাই প্রথম টেলিকমিউনিকেশন সংস্থা যারা ২০১৯ সালের জুন মাসে লাক্ষাদ্বীপের গ্রীষ্মমন্ডলীয় দ্বীপপুঞ্জে সবার আগে 4G নেটওয়ার্ক লঞ্চ করেছিল। উল্লেখ্য, Airtel-ই প্রথম এমন বেসরকারি পরিষেবা প্রদানকারী যারা এপ্রিল ২০০৮ সালে লাক্ষাদ্বীপে মোবাইল পরিষেবা লঞ্চ করেছিলো।

প্রসঙ্গত উল্লেখ্য কাভারত্তি হল একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং লাক্ষাদ্বীপের রাজধানী। যেটি কেরালা রাজ্যের উপকূল থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দূরে অবস্থিত। ৫জি নেটওয়ার্কের আওতায় আসা আরেকটি দ্বীপ হলো আগাত্তি, লাক্ষাদ্বীপের সবথেকে সুন্দর স্থান। এছাড়াও, লাক্ষাদ্বীপে পৌঁছানোর জন্য ইন্ডিয়ান এয়ারলাইনস পরিচালিত বিমানবন্দরটিও এই আগাত্তিতেই অবস্থিত।

সঙ্গে থাকুন ➥