Realme 12+ 5G: মধ্যবিত্তের বাজেটে অনবদ্য ক্যামেরার ফোন আনছে রিয়েলমি

Avatar

Published on:

Realme 12 Plus 5G Camera

এই মুহূর্তে রিয়েলমির বহু প্রতীক্ষিত স্মার্টফোনগুলির মধ্যে Realme 12+ 5G অন্যতম। ডিভাইসটি আজই মালয়েশিয়ার বাজারে পা রাখতে চলেছে। আগামী মাসের শুরুতে এটি ভারতেও আসবে। বিগত ক’মাস ধরেই ফোনটির সম্পর্কে নানা তথ্য ইন্টারনেটে ফাঁস হয়েছে। লঞ্চের ঠিক আগে এখন, রিয়েলমির ভারতীয় শাখার মাধ্যমে Realme 12+ 5G-এর ক্যামেরা স্পেসিফিকেশন সামনে এসেছে। শুধু তাই নয়, ব্র্যান্ডটি প্রসেসরের নামও নিশ্চিত করেছে। আসন্ন রিয়েলমি ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, চলুন দেখে নেওয়া যাক।

Realme 12+ 5G-এর ক্যামেরা এবং চিপসেট

রিয়েলমি ইন্ডিয়া-এর তরফে এখন নিশ্চিত করা হয়েছে যে, রিয়েলমি ১২ প্লাস-এ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ চিপসেট দ্বারা চালিত হবে, যেমনটা আগেও বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল। এটি ডিভাইসের পাওয়ার হাউস হবে, যা সমস্ত ক্ষেত্রে মসৃণ অপারেশন নিশ্চিত করবে। এবার ক্যামেরার প্রসঙ্গে আসা যাক। এই ফোনটির রিয়ার ক্যামেরা সেটআপে সনি এলওয়াইটি৬০০ প্রধান ক্যামেরা থাকবে, যা অসাধারণ গুণমানের ছবি প্রদান করবে। সঙ্গে যুক্ত হবে ২x জুম সহ একটি পোর্ট্রেট ক্যামেরা এবং একটি আল্ট্রাওয়াইড লেন্স, যা ১১২ ডিগ্রি ভিউ অফার করবে।

ক্যামেরা সেটআপটি ডিটেইলস যুক্ত ক্লোজ-আপ থেকে বিস্তৃত ল্যান্ডস্কেপ পর্যন্ত ইউজারদের একাধিক ফটোগ্রাফির চাহিদা পূরণ করবে। রিয়েলমি ১২ প্লাস-এ ১২ জিবি র‍্যাম মিলবে এবং এটি লেটেস্ট ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে। এগুলির সাহায্যে ফোনটি একটি র্বিঘ্নহীন ইউজার এক্সপেরিয়েন্স অফার করবে।

ডিসপ্লে হল আরেকটি ক্ষেত্র, যার দ্বারা রিয়েলমি ১২ প্লাস ৫জি ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করবে। এতে ১২০ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড (AMOLED) স্ক্রিন থাকবে, যা ওয়েব ব্রাউজিং বা ভিডিও দেখার সময় উজ্জ্বল রঙ এবং মসৃণ ট্রানজিশন প্রদান করবে। ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সকে রেইন ওয়াটার স্মার্ট টাচ প্রযুক্তি দ্বারা আরও উন্নত করা হয়েছে, যা ইউজারদের ভিজে হাতে বা স্ক্রিনে জল লেগে থাকা অবস্থাতেও ফোন ব্যবহার করতে সক্ষম করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, রিয়েলমি ১২ প্লাস ৫জি-তে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, একগুচ্ছ উন্নত মানের বৈশিষ্ট্য থাকলেও, Realme 12+ 5G-তে হেডফোন জ্যাক বাদ যালে শোনা যাচ্ছে। কোম্পানির এই সিদ্ধান্ত সমস্ত ইউজারদের পছন্দ নাও হতে পারে। তবে, ফোনটি ইউএসবি-সি কানেক্টিভিটি এবং ফাস্ট চার্জিং ক্ষমতার সাথে ঘাটতি পূরণ করবে, যাতে ব্যবহারকারীরা দীর্ঘ অপেক্ষা ছাড়াই এই ফোনে সংযুক্ত থাকতে পারবেন।

সঙ্গে থাকুন ➥